মুগ্ধকে স্মরণ করে ফাইভারের আবেগঘন বার্তা

মীর মাহফুজুর রহমান মুগ্ধ
মীর মাহফুজুর রহমান মুগ্ধ  © টিডিসি ফটো

অনলাইনে ফ্রিল্যান্সারদের জন্য ফাইভার একটি জনপ্রিয় অনলাইন ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস। এই ওয়েবসাইটে কাজ করে ডলার আয় করতেন শিক্ষার্থীদের চলমান আন্দোলনে অংশ নিয়ে গুলিতে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধ। একজন দক্ষ কর্মীকে হারিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করেছে ফাইভার কর্তৃপক্ষ। 

বুধবার ফেসবুকে ফাইভারের ফেরিফায়েড পেজ থেকে মুগ্ধকে স্মরণ করে লেখা হয়েছে, ‘অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা আমাদের ফাইভার পরিবারের ক্ষতির কথা জানলাম। বাবা-মা ও দুই ভাইকে রেখে গত সপ্তাহে মারা গেছে মীর মাহফুজুর রহমান মুগ্ধ। মীর একজন প্রতিভাবান মার্কেটার ছিলেন, যিনি এসইও এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দক্ষতা দিয়ে ফাইভারে একটি সফল ব্যবসা তৈরি করেছিলেন। 

তার চেয়েও বড় কথা, তিনি ছিলেন একজন আগ্রহী ভ্রমণপিপাসু, একজন প্রতিভাবান ফুটবলার, একজন বাংলাদেশি স্কাউট এবং একজন সত্যিকারের মানবতাবাদী।’ ফাইভারের পোস্টে আরও লেখা হয়েছে—‘মীরকে মিস করা হবে। তাঁর পরিবার এবং বন্ধুদের জন্য প্রার্থনা।’ 

 

ফাইভারের  ফেসবুক স্ট্যাটাস

গত ১৮ জুলাই রাজধানীর উত্তরায় গুলিতে প্রাণ হারান মুগ্ধ। খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি। খেলোয়াড়, গায়ক, সংগঠক হিসেবে ক্যাম্পাসে ছিলেন সুপরিচিত। গণিতে স্নাতক শেষ করে গত মার্চ থেকে তিনি ঢাকায় অবস্থান করছিলেন। অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) এমবিএ করছিলেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, মৃত্যুর মাত্র ১৫ মিনিট আগেও টিয়ারশেলের ধোঁয়ায় আচ্ছন্ন একটি সড়কে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে পানি ও বিস্কুট সরবরাহ করছিলেন মুগ্ধ। 

ঘটনার সময় সঙ্গে থাকা এক বন্ধু জানান, বিকেল ৬টার দিকে রাজউক কমার্শিয়ালের সামনে থেকে পুলিশ গুলি করতে করতে এগিয়ে আসে। এ সময় একটি গুলি মুগ্ধর কপাল দিয়ে ঢুকে ডান কানের নিচ দিয়ে বেরিয়ে যায়। ক্রিসেন্ট হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence