বছরের সবচেয়ে ছোট দিন আজ

২২ ডিসেম্বর ২০২৩, ১২:১২ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪১ PM

© সংগৃহীত

আজ ২২ ডিসেম্বর। পৃথিবীর উত্তর গোলার্ধে আজ দিনের দৈর্ঘ্য হবে সবচেয়ে ছোট। অর্থাৎ বাংলাদেশও আজ বছরের সবচেয়ে ছোট দিনটা দেখছে। কিন্তু দক্ষিণ গোলার্ধে আজ দীর্ঘতম দিন।

কারণ হলো, সূর্য আজ বিষুবরেখার সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণে মকরক্রান্তি রেখার (Tropic of Capricorn) ওপর সরাসরি অবস্থান করছে। বার্ষিক সৌর পরিক্রমায় সূর্যের দক্ষিণমুখী যাত্রা এখানেই এসে আজ শেষ হবে। তারপর শুরু হবে সূর্যের উত্তরমুখী যাত্রা। উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য এরপর ধীরে ধীরে বড় হবে।

২১ ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার ওপর অবস্থান করায় এবং উত্তর মেরু সূর্য থেকে কিছুটা দূরে হেলে থাকায় উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত্রি ও ক্ষুদ্রতম দিন হয়ে থাকে।

দীর্ঘতম রাত অথবা ক্ষুদ্রতম দিনকে এভাবে ব্যাখ্যা করা যেতে পারে, ২১ জুন উত্তর গোলার্ধে আমরা পাই দীর্ঘতম দিন আর হ্রস্বতম রজনী। সূর্য এ সময় কর্কটক্রান্তি বৃত্তে অবস্থান করে। ক্রান্তি বৃত্তে সূর্যের এই প্রান্তিক অবস্থান বিন্দুকে বলা হয় উত্তর অয়নায়ন।

এরপর থেকে দিন ছোট হতে থাকে আর রাত বড় হতে থাকে। অবশেষে ২৩ সেপ্টেম্বর সূর্য আবার অবস্থান নেয় বিষুব বৃত্তের বিন্দুতে, যেখানে ক্রান্তি বৃত্ত ও বিষুব বৃত্ত পরস্পরকে ছেদ করেছে। একে বলা হয় জলবিষুব বিন্দু।

এ দিন পুনরায় পৃথিবীর সর্বত্র দিন-রাত সমান হয়ে থাকে। আবার এর পর থেকেই উত্তর গোলার্ধে ক্রমশ রাত বড় হতে হতে সূর্য পৌঁছে যায় ক্রান্তি বৃত্তের দক্ষিণ অয়নায়ন বিন্দুতে।

 

এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ, আবেদন শেষ ১…
  • ২৪ জানুয়ারি ২০২৬
শীর্ষ ঋণগ্রস্ত প্রার্থিতায় ১০-এ ৯ বিএনপির, বাকি একজন সদ্য ব…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, যা বলছে পাকিস্তান
  • ২৪ জানুয়ারি ২০২৬
এসএসসি পাসেই শোরুমে চাকরি মিনিস্টার হাই-টেক পার্কে, পদ ৩০, …
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভর্তি পরীক্ষা উপলক্ষে ৫ দাবিতে পুলিশ সুপারকে হাবিপ্রবি ছাত্…
  • ২৪ জানুয়ারি ২০২৬
সব ধর্ম-বর্ণের মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করব : জামায়া…
  • ২৪ জানুয়ারি ২০২৬