আট ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক

২২ অক্টোবর ২০২৩, ০৯:১৫ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:২৮ PM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক © ফাইল ছবি

আট প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ছয় মাসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত প্রক্রিয়া শেষে ব্যাংকিং কার্যক্রম শুরু করতে পারবে প্রতিষ্ঠানগুলো। রবিবার (২২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় নতুন ডিজিটাল ব্যাংক অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক। 

ডিজিটাল ব্যাংকের অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলো হলে—ডিজিটেন, বিকাশ ডিজিটাল ব্যাংক, ডিজিট–অল, নগদ ডিজিটাল ব্যাংক, কোরি ডিজিটাল ব্যাংক, স্মার্ট ডিজিটাল ব্যাংক, নর্থইস্ট ডিজিটাল ব্যাংক এবং জাপান বাংলা ডিজিটাল ব্যাংক। তালিকার প্রথম পাঁচটি প্রতিষ্ঠান আগামী ছয় মাসের মধ্যে কার্যক্রম শুরু করতে পারবে। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যবেক্ষণ করে বাকি তিনটি প্রতিষ্ঠানকে পরবর্তী ছয় মাসের মধ্যে অনুমোদন দেবে বাংলাদেশ ব্যাংক। 

মো. মেজবাউল হক জানান, ‘গত ১৭ আগস্ট পর্যন্ত ৫২টি প্রতিষ্ঠান ডিজিটাল ব্যাংকের অনুমোদন চেয়ে আবেদন করেছিল। তিনটি কমিটির মাধ্যমে সেই আবেদন মূল্যায়ন করা হয়। প্রসেস কমিটি ১০০ মার্কের মধ্যে যারা ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছে তাদের চিহ্নিত করে। ৬০ শতাংশের বেশি নম্বর পাওয়া প্রতিষ্ঠানের সংখ্যা ছিল নয়টি। একটি প্রতিষ্ঠান ইনস্যুরেন্স কোম্পানি হওয়ায় সেটিকে বাদ দেওয়া হয়েছে। বাকি আটটি প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের কার্যক্রম পরিচালনার নীতিগত সিদ্ধান্ত হয়েছে আজ।’ 

আরও পড়ুন: ছেঁড়া-ফাটাময়লাযুক্ত নোট বাজার থেকে তুলে নিচ্ছে বাংলাদেশ ব্যাংক

মেজবাউল হক আরও জানান, ‘যেসব প্রতিষ্ঠানকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে তার মধ্যে তিনটি প্রতিষ্ঠান সরাসরি ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত। তারা শুধু ডিজিটাল ব্যাংক উইং চালু করেই কার্যক্রম শুরু করতে পারবে। এ জন্য তাদের লাইসেন্স ফি বাবদ গুনতে হবে ২ কোটি টাকা। পাশাপাশি রাখতে হবে ১২৫ কোটি টাকার মূলধন। এই তিনটি প্রতিষ্ঠানের একটি ডিজিটেন। এটি ১০টি ব্যাংকের সমন্বয়ে গঠিত। বাকি দুটি—বিকাশ ডিজিটাল ব্যাংক, যারা ব্র্যাক ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত এবং ব্যাংক এশিয়ার সঙ্গে সম্পৃক্ত ডিজিট–অল।’ 

জানা গেছে, ডিজিটাল ব্যাংক পরিচালনার জন্য শুধু প্রধান কার্যালয় থাকবে। সেবা প্রদানে এই ব্যাংকগুলো স্থাপনা, ওভার দ্য কাউন্টার (ওটিসি), শাখা, উপশাখা, এটিএম, সিডিএম অথবা সিআরএম বুথ ছাড়াই পুরোপুরি প্রযুক্তি–নির্ভর সেবা দেবে। থাকবে না সশরীরে লেনদেনের কোনো ব্যবস্থা। মোবাইল, অ্যাপ নির্ভর আর ডিজিটাল যন্ত্র ব্যবহারে গ্রাহকদের দেবে এগুলো। সেবা মিলবে দিন–রাত ২৪ ঘণ্টা। 

প্রথমবারের মতো ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার ঘোষণা দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেট বক্তৃতায় দুই সপ্তাহে বাংলাদেশ ব্যাংক নীতিমালাও চূড়ান্ত করে ফেলে। চলতি বছরের ১৪ জুন কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি ডিজিটাল ব্যাংক নির্দেশিকা প্রকাশ করে। নতুন ধারার ‘ডিজিটাল ব্যাংক’ করতে আবেদন করে দেশি–বিদেশি ৫২টি প্রতিষ্ঠান।

৫৪ বছরে দেশের মর্যাদা অন্য দেশে বন্ধক রাখা হয়েছিল: ডা. শফি…
  • ২৫ জানুয়ারি ২০২৬
শিক্ষার্থীদের দিয়ে বিএনপির প্রচারণা, মাদরাসা শিক্ষককে জরিমা…
  • ২৫ জানুয়ারি ২০২৬
‘নির্বাচনের সামনে প্রচুর অস্ত্র মজুত হচ্ছে’—বিএনপি নেতাকর্ম…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জাতীয় দলের হয়ে খেলতে পারবেন সাকিব: সিদ্ধান্ত বিসিবির
  • ২৪ জানুয়ারি ২০২৬
রুয়েট ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, দেখুন এখানে
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইসতিয়াক নাসিরকে দলে ফেরাল বিএনপি
  • ২৪ জানুয়ারি ২০২৬