মেসেজ এডিটের সুযোগ পাবেন হোয়াটসঅ্যাপ গ্রাহকরা

মেসেজ এডিটের সুযোগ পাবেন হোয়াটসঅ্যাপ গ্রাহকরা
মেসেজ এডিটের সুযোগ পাবেন হোয়াটসঅ্যাপ গ্রাহকরা  © সংগৃহীত

নিজস্ব প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের জন্য বার্তা সংশোধনের নতুন ফিচার চালুর ঘোষণা দিয়েছে মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ। এর আগে টেলিগ্রাম ও সিগনালের মতো প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মেও একই ধরনের সুবিধা এসেছে।

হোয়াটসঅ্যাপ বলছে, ফিচারটির মাধ্যমে কোনো বার্তা পাঠানোর ১৫ মিনিটের মধ্যেই সেটি সংশোধন করা যাবে। মার্কিন প্রযুক্তি জায়ান্ট মেটার একটি অংশ হলো এই মেসেজিং সেবা। সামাজিক মাধ্যম ফেইসবুক ও ইনস্টাগ্রামেরও মালিক কোম্পানিও তারা।

ফিচারটি হোয়াটসঅ্যাপের দুইশ কোটি ব্যবহারকারীর কাছে পৌঁছাবে আসন্ন সপ্তাহগুলোয়। আর ভারতের ৪৮ কোটি ৭০ লাখ ব্যবহারকারীকে প্ল্যাটফর্মটি নিজেদের সবচেয়ে বড় বাজার হিসেবে বিবেচনা করে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।

একটি সাধারণ ভুল বানান সংশোধন থেকে শুরু করে বার্তায় অতিরিক্ত প্রসঙ্গ যোগ করা পর্যন্ত, আমরা আপনার চ্যাটিং ব্যবস্থায় তুলনামূলক বেশি নিয়ন্ত্রণ দিতে আগ্রহী—জানিয়েছে হোয়াটসঅ্যাপ। প্রতিষ্ঠানটি বলছে, আপনাকে কেবল একটি প্রেরিত বার্তায় দীর্ঘ সময় চাপ দিতে হবে ও মেনু থেকে ‘এডিট’ বাটন বাছাই করতে হবে। আর বার্তা পাঠানোর পর ১৫ মিনিট পর্যন্ত এই সুবিধা মিলবে।

সংশোধিত বার্তায় ‘এডিটেড’ নামের লেবেল যুক্ত হবে। ফলে প্রাপকরাও বুঝতে পারবেন, ওই বার্তা বদলানো হয়েছে। তবে, সময়ের সঙ্গে বার্তায় কী ধরনের সংশোধন এসেছে, সেটি দেখা যাবে না। মেসেজিং সেবা টেলিগ্রাম ও সিগনালে এই ফিচার চালুর পর হোয়াটসঅ্যাপের এই ঘোষণা এলো।

প্রায় এক দশক আগে এই ‘এডিট করার’ সুবিধা স্ট্যাটাস আপডেটে চালু করেছিল সামাজিক প্ল্যাটফর্ম ফেইসবুক। সে সময় ফেইসবুক জানায়, অর্ধেকের বেশি ব্যবহারকারী সাইটটিতে মোবাইল ফোনের মাধ্যমে প্রবেশ করেন, যেখানে টাইপ করার সময় ভুল হওয়ার প্রবণতা বেশি। ফেইসবুকে বিভিন্ন আপডেট করা পোস্ট এডিট করা হিসেবে চিহ্নিত হয়। আর এর এডিট হিস্ট্রিও ব্যবহারকারীরা দেখতে পান।

গত বছর ইলন মাস্ক মালিকানাধীন সামাজিক প্ল্যাটফর্ম টুইটার বলেছে, আর্থিক ফি প্রদানকারী গ্রাহকদের তারা টুইট এডিট করার সক্ষমতা দেবে। ফিচারটির মাধ্যমে বিভিন্ন টুইট পোস্ট করার ৩০ মিনিট পর্যন্ত সেটি সংশোধন করা যাবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence