হোয়াটসঅ্যাপে আসছে নতুন ৩ ফিচার, লক করা যাবে নির্দিষ্ট চ্যাট

০৩ মে ২০২৩, ০১:২৬ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
হোয়াটসঅ্যাপে আসছে নতুন ৩ ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ৩ ফিচার © সংগৃহীত

গ্রাহকদের সুবিধার্থে হোয়াটসঅ্যাপ সংস্থা প্রায়ই নতুন ফিচার আনতে থাকে। দিনে কয়েকশ কোটি ব্যবহারকারী আছে মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মটির। এবার হোয়াটসঅ্যাপে আসছে নতুন এক ফিচার। ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করতে বিভিন্ন ফিচার আনছে তারা।এবার এক সঙ্গে ৩ ফিচার যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপে। 

হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা ভার্সনে রোল আউট করা হবে ফিচারগুলো। এরপর শিগগির সব ব্যবহারকারীরা পাবেন এই ফিচার ব্যবহারের সুযোগ।

হোয়াটসঅ্যাপ চ্যাট লক
ব্যবহারকারীর ফোন অন্য কারও হাতে থাকলেও যেন সুরক্ষিত থাকে সেই জন্যই এই ফিচার চালু করা হবে। নির্দিষ্ট কিছু চ্যাট লক করার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। এর ফলে সুরক্ষিত থাকবে ব্যবহারকারীর ব্যক্তিগত কথোপকথন। এমনিতেও হোয়াটসঅ্যাপ লক রাখার সুবিধা রয়েছে। তবে এবার নির্দিষ্ট চ্যাটের ক্ষেত্রেও উপলব্ধ হতে চলেছে এই ফিচার। মূলত ইউজারদের সুরক্ষা ও নিরাপত্তার কারণেই এই ফিচার চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

ফেসবুকে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস শেয়ার
হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে ব্যবহারকারীরা যা শেয়ার করবেন, সেটা সরাসরি শেয়ার করা যাবে ফেসবুকেও। ইনস্টাগ্রাম এবং ফেসবুকের ক্ষেত্রে এই ফিচার চালু রয়েছে অনেকদিন থেকেই। এবার আসতে চলেছে হোয়াটসঅ্যাপেও। এজন্য অ্যাপ ছেড়ে ব্যবহারকারীকে বের হতে হবে না। বরং সরাসরি হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস শেয়ার করা বিষয়বস্তু ফেসবুকেও শেয়ার করা যাবে।

ভয়েস নোট ট্রান্সক্রাইব
হোয়াটসঅ্যাপে আসা ভয়েস নোট প্লে অর্থাৎ চালু না করেও এই ফিচারের সাহায্যে জেনে নিতে পারবেন ইউজাররা। এই নতুন পরিষেবার নাম ভয়েস ট্রান্সক্রিপশন ফিচার। ফলে ফোনে ইয়ারফোন ব্যবহার না করে এবং ভয়েস নোট চালু না করেও তার বিষয়বস্তু জেনে নেওয়া যাবে। ফিচারের মাধ্যমে ভয়েস নোটটি ট্রান্সক্রিপট করে নিতে পারবেন। অর্থাৎ ভয়েস মেসেজ লিখিত আকারে দেখতে পারবেন।

আরও পড়ুন: মুছে যাওয়া বার্তা সংরক্ষণের সুযোগ দিচ্ছে হোয়াটসঅ্যাপ

এছাড়া, সম্প্রতি মাল্টি ডিভাইস ফিচারের আওতায় একই অ্যাকাউন্ট চারটি ফোনে ব্যবহারের সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা সহজেই প্রাইমারি ফোনের বদলে একাধিক ফোনে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারছেন। এমনকি মাল্টি ডিভাইস ফিচারের আওতায় চালু হওয়া এ সুবিধা কাজে লাগিয়ে প্রাইমারি ফোনে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সব তথ্যও অন্য ফোনগুলোতে ব্যবহার করা যাবে।

এর আগে, ডিভাইস ফিচারের আওতায় প্রাইমারি ফোনের পাশাপাশি চারটি ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারে একই অ্যাকাউন্ট থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যেত। তবে একাধিক ফোনে একই অ্যাকাউন্ট থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ না মেলায় অনেকেই বেশ সমস্যার মুখোমুখি হতেন।

তারেক রহমানের নির্দেশে সরে যাচ্ছেন বিএনপির ‘বিদ্রোহী’ প্রার…
  • ১০ জানুয়ারি ২০২৬
শহীদ ওসমান হাদি স্মরণে কবিতা, গান ও আলোচনা সভা
  • ১০ জানুয়ারি ২০২৬
রকমারি ডটকমে চাকরি, কর্মস্থল ঢাকার মতিঝিল
  • ১০ জানুয়ারি ২০২৬
সীমান্তে কোটি টাকার চোরাইপণ্য জব্দ
  • ১০ জানুয়ারি ২০২৬
তাহসান-রোজার সংসার ভাঙার গুঞ্জন, জানা গেল কারণ
  • ১০ জানুয়ারি ২০২৬
পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিতের নির্দেশনা জারি
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9