৩ মাসে বাংলাদেশিদের সাড়ে ৪২ লাখ ভিডিও সরিয়েছে টিকটক
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৩, ০৬:২০ PM , আপডেট: ১৫ এপ্রিল ২০২৩, ০৬:২০ PM
জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক ২০২২ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশিদের পোস্ট করা ৪২ লাখ ৫৪ হাজার ৬৬৭টি ভিডিও সরিয়ে দিয়েছে। সম্প্রতি টিকটক তাদের 'কমিউনিটি গাইডলাইন এনফোর্সমেন্ট রিপোর্ট কোয়ার্টার-৪ ২০২২' প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে এই তথ্য উঠে আসে।
প্রতিবেদন অনুযায়ী, কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করার পাশাপাশি স্প্যাম ভিডিও পোস্টকারী বা স্প্যাম হিসেবে তালিকাভুক্ত অ্যাকাউন্টও সরিয়ে দিয়েছে। টিকটক স্বয়ংক্রিয়ভাবে স্প্যাম অ্যাকাউন্ট ও ভিডিও শনাক্ত করার মাধ্যমে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে।
২০২২ সালের শেষ প্রান্তিকে বাংলাদেশের যে ভিডিওগুলো সরিয়ে নেওয়া হয়েছে, তার মধ্যে ৯৫ শতাংশ ভিডিও কেউ দেখার আগে এবং ৯৬ দশমিক ৮ শতাংশ ভিডিও একদিনের মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে।
এর পাশাপাশি এই সময়ের মধ্যে সারা বিশ্বে ১ কোটি ৭৮ লাখ ৭৭ হাজার ৩১৬টি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, যেগুলোর ব্যবহারকারীর বয়স ১৩ বছরের কম বলে সন্দেহ করা হয়েছিল। একই সঙ্গে এই সময়ে বিশ্বব্যাপী ৫ কোটি ৪৪ লাখ ৫৩ হাজার ৬১০টি ভুয়া অ্যাকাউন্টও সরানো হয়েছে।
২০২২ সালের শেষ ৩ মাসে বিশ্বব্যাপী মোট ৮ কোটি ৫৬ লাখ ৮০ হাজার ৮১৯টি ভিডিও সরানো হয়েছে, যা টিকটকে আপলোড করা মোট ভিডিওর প্রায় শূন্য দশমিক ৬ শতাংশ। এর মধ্যে স্বয়ংক্রিয়ভাবে ৪ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার ৪৭টি ভিডিও সরিয়ে নেওয়া হয়েছে এবং ৫৪ লাখ ৭৭ হাজার ৫৪৯টি ভিডিও পুনরায় প্রদর্শন করা হয়েছে।