এফেইন ব্লকচেইন হ্যাকাথনের রেজিস্ট্রেশন শেষ ২৫ অক্টোবর 

২৩ অক্টোবর ২০২২, ১০:৩৩ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৪৭ AM
এফেইন ব্লকচেইন হ্যাকাথন

এফেইন ব্লকচেইন হ্যাকাথন © টিডিসি ফটো

আইসিটি শিল্পে ব্লকচেইন সফটওয়্যার প্রকৌশলী হতে আগ্রহী স্নাতকদের সফটওয়্যার ইন্ডাস্ট্রির চাহিদা, প্র্যাকটিস এবং প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে জানানোর জন্য আয়োজন করা হচ্ছে “এফেইন ব্লকচেইন হ্যাকাথন ২০২২” এর। আগামী ২৮ ও ২৯ অক্টোবর রাজধানীর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আয়োজন।  

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজনে রাজধানীর মহাখালীতে দুইদিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের দুটি শীর্ষস্থানীয় Web3 কোম্পানি Wind এবং Anchorblock- এর যৌথ সহযোগিতায় আয়োজিত এই আয়োজনে বিজয়ীদের জন্য থাকছে সর্বমোট দেড় লাখ টাকার পুরস্কার।  এ হ্যাকাথনে অংশ নিতে চাউইলে আগ্রহীদের ২ থেকে ৩ জনের একটি দল গঠন করে একটা নির্দিষ্ট আইডিয়া সম্পর্কে ধারণা দিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধিত দলগুলোর মধ্য থেকে বাছাইকৃতদেরকে নিয়ে একটানা ৩৪ ঘন্টার হাক্যাথন আয়োজন করা হবে।

আরও পড়ুন: ফোন কেড়ে নিয়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা খাবারের ছবি মুছে দিল ছাত্রলীগ

সদ্য বিশ্ববিদ্যালয় স্নাতকদের তত্ত্বীয় ভিত্তি ভাল হলেও বাস্তব অভিজ্ঞতার অভাবে জ্ঞান প্রয়োগে সীমাবদ্ধতা তৈরি হয়। শিক্ষা জীবনে ইন্ডাস্ট্রি এক্সপোজারের সুযোগ সবাই না পাওয়ায় কিছুটা ঘাটতি থেকেই যায়। অংশগ্রহণকারীদের এই ঘাটতি দূরীকরণে সাহায্য করা এবং ইন্ডাস্ট্রির কিছু মৌলিক প্র্যাকটিসের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এই হ্যাকাথনের উদ্দেশ্য বলে জানান আয়োজকেরা। এই হ্যাকাথন থেকে নির্বাচিতদের দেশের বিভিন্ন ওয়েব৩ কোম্পানীতে ইন্টার্নশীপ ও ফেলোশীপের সুযোগ করে দেওয়া হবে।  

এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান Affine এর প্রধান কারিগরি কর্মকর্তা তারিক আদনান মুন জানান, আমাদের দেশে মেধাবী সফটওয়্যার প্রকৌশলী রয়েছে। কিন্তু উচ্চ আইকিউ ও কারিগরী দক্ষতা থাকা স্বত্ত্বেও অনেকেরই ব্লকচেইন প্রযুক্তি সম্পর্কে ধারণা কম। যার দরুন আমাদের দেশে খুব কম সংখ্যক ব্লকচেইন প্রকৌশলী রয়েছে। তিনি মনে করেন এই আয়োজনটি স্থানীয় টেকি স্নাতকদের তাদের মেধা যাচাই করার একটি সুযোগ করে দিচ্ছে। 

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, আমাদের দেশের ইন্ডাস্ট্রিতে ব্লকচেইন সফটওয়্যার ধারণাটি এখনো পোক্ত হয়নি।  তাছাড়া পড়াশোনার সময় ইন্ডাস্ট্রির সঙ্গেও সে অর্থে এটাচমেন্ট তৈরি হয় না। এই উদ্যোগটি সেই অভাব পূরণ করবে।  সেই সাথে আগ্রহীদেরকে ব্লকচেইন সফটওয়্যার প্রকৌশলী হিসেবে গড়ে তুলতে আরো বেশি সহায়ক হবে।  তিনি আশা করেন, কারিগরি কোম্পানিগুলো এগিয়ে আসলে এই ধরণের আয়োজনকে আরও বড়ো আকারে ছড়িয়ে দেওয়া সম্ভব।

এই হ্যাকাথনে আগ্রহীরা https://www.facebook.com/events/516857839946015 এই লিংকে বিস্তারিত জানতে পারবেন। আগামী ২৫ অক্টোবর মধ্যে https://hackathon.affinedefi.com লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।  রেজিস্ট্রেশন নেয়া হচ্ছে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে। 

নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে …
  • ২৫ জানুয়ারি ২০২৬
সরকারি হচ্ছে আরও একটি স্কুল
  • ২৫ জানুয়ারি ২০২৬
বেতনভাতা বৃদ্ধি সঙ্গে সঙ্গে ঘুষসহ অবৈধ লেনদেনও বাড়ে, বোঝা ব…
  • ২৫ জানুয়ারি ২০২৬
রাজনৈতিক প্রতিপক্ষ নিয়ে কথা বললে জনগণের কোন লাভ হবে না: তার…
  • ২৫ জানুয়ারি ২০২৬
হাদির ঘটনা কেবল ব্যক্তি হত্যা নয়, রাষ্ট্রীয় ব্যর্থতা ও বিচা…
  • ২৫ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশ হতে পারে বুধবার
  • ২৫ জানুয়ারি ২০২৬