১২ হাজার কর্মী ছাঁটাই করবে ফেসবুক

লোগো
লোগো  © সংগৃহীত

বিজ্ঞাপন থেকে আয় কমে যাওয়ায়র কারণে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। শনিবার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইকোনমিক টাইমস

ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, এই মুহূর্তে সংকটের মুখে আছে ফেসবুক। ২০০৪ সালে প্রতিষ্ঠার পর গত ১৮ বছরে এত বড় সংকটের মুখে পড়ে ফেসবুক। এই সংকট কাটাতেই এবার অন্তত ১৫ শতাংশ কর্মী (যা সংখ্যায় ১২ হাজার) ছাঁটাই করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ফেসবুক।

সম্প্রতি কর্মীদের সঙ্গে এক অফিশিয়াল প্রশ্নোত্তর পর্বে ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বলেছেন, ফেসবুকের অভ্যন্তরীণ পর্যালোচনাপ্রক্রিয়ায় সবার সহযোগিতা প্রয়োজন। এ কারণে পুরো কোম্পানি থেকে মোট কর্মীর ১৫ শতাংশ (১২ হাজার) ছাঁটাই করার জন্য নির্বাচন করা উচিত।

কর্মীদের সঙ্গে সাপ্তাহিক অফিশিয়াল প্রশ্নোত্তর পর্বে মার্ক জাকারবার্গ বলেন, ‘আমি আশা করেছিলাম, অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল হবে। কিন্তু এই মুহূর্তে সবকিছু দেখে তেমন মনে হচ্ছে না। এ কারণে আমরা একটু রক্ষণশীলভাবে পরিকল্পনা নিতে চাই।

ইকোনমিক টাইমস জানায়, সম্ভাব্য কর্মী ছাঁটাইয়ের বিষয়ে গত সপ্তাহে মেটার একজন কর্মী ব্লাইন্ড অ্যাপে পোস্ট করে জানিয়েছেন।

আরও পড়ুন: ছাত্র অধিকারের ১৮ জনের বিরুদ্ধে ছাত্রলীগের মামলা।

মেটার ওই কর্মী পোস্টে লিখেছেন, এই ১৫ শতাংশ কর্মী সম্ভবত কর্মদক্ষতার ওপর নির্বাচন করা হবে। এরপর তাঁদের ছাঁটাই করা হবে। 

নাম প্রকাশ না করার শর্তে মেটার একজন কর্মী বলেছেন, ফেসবুকের কর্মী পর্যালোচনাপ্রক্রিয়ায় যেসব কর্মী ভালো কাজ করেন বা লক্ষ্যমাত্রার একটু কম কাজ করেন তাদের সাধারণত ছাঁটাই করা হয় না। আবার অনেকেই নির্ধারিত লক্ষ্যমাত্রার অনেক নিচে কাজ করেন। তাদের নতুন কোনো পদে সরিয়ে দেওয়া হয় বা প্রতিষ্ঠান থেকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়। এটাই মূলত গোপনে ছাঁটাইপ্রক্রিয়ার একটি অংশ।

এদিকে গত সপ্তাহে মেটা ঘোষণা দিয়েছে, বিশ্বজুড়ে মন্দার আশঙ্কা প্রকট হওয়ায় এই মুহূর্তে মেটায় কর্মী নিয়োগপ্রক্রিয়া বন্ধ থাকবে। গত জুনে মেটা বলেছিল, তারা চলতি বছর প্রকৌশলী নিয়োগ ৩০ শতাংশ কমিয়ে আনবে।

এদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০ ধনীর তালিকায় নেই ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। বিপুল সম্পদ হারিয়ে তিনি দেশটির শীর্ষ ১০ ধনীর তালিকা থেকে ছিটকে পড়েছেন। মার্কিন সাময়িকী ফোর্বস বলছে, ২০১৫ সালের পর এই প্রথম জাকারবার্গ যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০ ধনীর তালিকার বাইরে চলে গেলেন। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence