পরিবারসহ আন্দোলনে নামছেন মোবাইল ব্যবসায়ীরা

০৩ জানুয়ারি ২০২৬, ০৮:৩১ PM , আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬, ০৮:৩৫ PM
মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ

মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ © সংগৃহীত

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কারের দাবিতে রবিবার (৪ জানুয়ারি) আন্দোলনে নামছেন ব্যবসায়ীরা। রাজধানীর ঢাকায় অনুষ্ঠেয় এই কর্মসূচীতে তাদের পরিবারের সদস্যরাও অংশ নিবেন বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।

এর আগে বৃহস্পতিবার (১ জানুয়ারি) এনইআইআর কার্যক্রম  চালু করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর মধ্য দিয়ে দেশের নেটওয়ার্কে নতুন যুক্ত হওয়া অবৈধ হ্যান্ডসেটগুলো বন্ধ করা হবে।

প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে শুক্রবারই এর প্রতিবাদ জানান পিএ মোবাইল ব্যবসায়ীরা। পরে আন্দোলনকারীদের একাংশ বিটিআরসি ভবনে হামলা চালালে পুলিশ সেখান থেকে কয়েক ডজন ব্যবসায়ীকে আটক করে। শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি শামীম মোল্লা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সারা দেশের মোবাইল ব্যবসায়ীরা আগামীকাল রাজধানীতে অবস্থান নিবেন। আমাদের সঙ্গে আমাদের পরিবারের সদস্যরাও মাঠে নামবেন। আমরা এনইআইআর বন্ধ নয় সংস্কার চাই।

তিনি বলেন, আমাদের গ্রেপ্তার হওয়া ব্যবসায়ী ভাইদের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহার করতে হবে, মোবাইল আমদানিতে যেসব বাধা আছে সেগুলো নিরসন করতে হবে এবং মোবাইলের উপর আরোপিত ট্যাক্স কমিয়ে ১০-১৫ শতাংশ করে ইউজড ফোনের বাজারের বিষয়ে একটি সময়োপযোগী নীতিমালা তৈরি করতে হবে।

শাবিপ্রবিতে ভর্তির তারিখ ঘোষণা, ভর্তিচ্ছুদের জন্য ৬ নির্দেশ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরের জামায়াত নেতা হত্যার ঘটনায় চরমোনাই পীরের উদ্বেগ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বরিশালে নিরাপদ সড়ক, তথ্য অধিকার ও বর্জ ব্যবস্থাপনা বিষয়ক শো…
  • ২৯ জানুয়ারি ২০২৬
মিরসরাই- ১ আসনের নির্বাচনী মাঠে লড়াই জমেছে ধানের শীষ ও দাঁড়…
  • ২৯ জানুয়ারি ২০২৬
হত্যাকাণ্ডের মাধ্যমে ১১ দলের জোয়ার বন্ধ করা যাবে না: নাহিদ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
হাসপাতালের সামনে ইজিবাইকে রেখে পানি কিনতে যান মা, শিশুকে নি…
  • ২৯ জানুয়ারি ২০২৬