২৪ শীর্ষ কর্পোরেট কর্মকর্তা পেলেন বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস

সি-স্যুট অ্যাওয়ার্ডসপ্রাপ্ত কর্পোরেট কর্মকর্তারা
সি-স্যুট অ্যাওয়ার্ডসপ্রাপ্ত কর্পোরেট কর্মকর্তারা  © সংগৃহীত

জমকালো আয়োজনে মাধ্যমে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ সি–স্যুট অ্যাওয়ার্ডস ২০২৫। শনিবার (২২ নভেম্বর) রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ২৩টি বিভাগে ২৪ জন শীর্ষ কর্পোরেট নেতাকে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানটি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, এআইইউবি (আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ) ও ইউনাইটেড গ্রুপ পাওয়ারড এবং টুয়েলভ ক্লথিং অ্যাসোসিয়েট যৌথভাবে পার্টনার হিসেবে আয়োজন করে।

অনুষ্ঠানে দেশের শীর্ষ কর্পোরেট নেতৃবৃন্দ, সি–স্যুট নির্বাহী, বোর্ডরুম নেতারা, প্রতিষ্ঠাতা, কৌশলবিদ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পলিসি মেকাররা একত্রিত হয়েছিলেন।

অতিথিদের স্বাগত জানিয়ে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, ‘একটি জাতির শক্তি নির্ভর করে তার নেতৃত্বের মানের ওপর। বর্তমান সময়ে বাংলাদেশ এমন নেতৃত্ব চায়, যারা মুনাফার বাইরে চিন্তা করতে পারে, লক্ষ্যভিত্তিকভাবে কাজ করতে পারে এবং প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করার পাশাপাশি সততা বজায় রাখতে পারে। সি–স্যুট অ্যাওয়ার্ডস শুধু সম্মাননা নয়। এটি আমাদের প্রতিটি খাতে নেতৃত্বের মান উন্নত করার আহ্বান।’

এবারের সি–স্যুট অ্যাওয়ার্ডসে ৫১টি প্রতিষ্ঠান থেকে ১০২টি মনোনয়ন জমা পড়ে যা কর্পোরেট নেতৃত্বে বিস্তৃত অংশগ্রহণ এবং প্রতিযোগিতার মনোভাব আরও বাড়ার ইঙ্গিত দেয়। কঠোর ও উচ্চমানের মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়। তাদের নির্বাচন করেন একটি বিশেষ কাউন্সিল বোর্ড।

বোর্ডে যুক্ত ছিলেন ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ পিএলসি, সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আশরাফ বিন তাজ, স্কুল অব বিজনেস, ইউল্যাবের প্রফেসর ইমরান রহমান, ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনির কান্ট্রি হেড ও অ্যাম্বাসাডর মোহাম্মদ নাকিব উদ্দিন খান, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) মহাপরিচালক ড. এ. কে. এনায়েতুল হক, এবং  এম. জুলফিকার হুসেইন, সিইও ও লিড কনসালটেন্ট।

এই পুরস্কার শুরু থেকে করপোরেট উৎকর্ষকে স্বীকৃতি দেওয়ার দেশের অন্যতম বিশ্বস্ত প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। যেখানে শুধু সাফল্য অর্জনকারী নয়, বরং বাংলাদেশের করপোরেট নেতৃত্বে নতুন মানদণ্ড স্থাপনকারী নেতাদেরও আলোকিত করা হয়।

 

 


সর্বশেষ সংবাদ