শরীয়াভিত্তিক ৫ ব্যাংক একীভূত, ‍কোন ব্যংকের প্রশাসক কে?

০৫ নভেম্বর ২০২৫, ০৬:২৪ PM , আপডেট: ০৫ নভেম্বর ২০২৫, ০৬:২৭ PM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক © সংগৃহীত

শরীয়াভিত্তিক ৫ ব্যাংককে একীভূত করার ঘোষণা দিয়েছে সরকার। সরকারি ব্যাংক হলেও বেসরকারিভাবে চলবে জানিয়ে ইতোমধ্যে ব্যাংকগুলোতে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আজ বুধবার (৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এ তথ্য জানিয়েছেন।

তথ্য অনুযায়ী, সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সালাহ উদ্দিন। এ ছাড়া ব্যাংকের মানবসম্পদ বিভাগে হাম্মাদা আবদুল আতি, তথ্যপ্রযুক্তি বিভাগে ড. মোহাম্মদ বোজলুল করিম, অপারেশন বিভাগে মো. রাশেদুল ইসলাম এবং অর্থ বিভাগে রওশন আক্তারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

একইভাবে ইউনিয়ন ব্যাংকের প্রশাসক হয়েছেন মোহাম্মদ আবুল হাশেম। আর তথ্যপ্রযুক্তি বিভাগে মো. আল-মেহেদী হাসান, মানবসম্পদ বিভাগে কাজী আবদুল মান্নান, অর্থ বিভাগে মো. তারিকুল ইসলাম এবং অপারেশন বিভাগের দায়িত্ব পেয়েছেন সাগর হোসেন।

অপরদিকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রশাসক হিসেবে মোহাম্মদ বদিউজ্জামান, মানবসম্পদ বিভাগে মোহাম্মদ আনসারুল কবির, অর্থ বিভাগে মোহাম্মদ ফয়সাল খান, অপারেশন বিভাগে মো. ওমর ফারুক এবং তথ্যপ্রযুক্তি বিভাগে বিশ্বজিৎ কুমার দে-কে দায়িত্ব দেওয়া হয়েছে।

গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক হয়েছেন মো. মুকসুদুজ্জামান। ব্যাংকের মানবসম্পদ বিভাগে মোহাম্মদ শাহজাহান, অপারেশন বিভাগে মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, তথ্যপ্রযুক্তি বিভাগে মো. শরিফুল ইসলাম এবং অর্থ বিভাগের দায়িত্ব পেয়েছেন মো. কাওসার পাঠান।

এ ছাড়া এক্সিম ব্যাংকের প্রশাসক হিসেবে মো. সওকাতুল আলম, মানবসম্পদ বিভাগে শেখ আহমেদ জামী, অপারেশন বিভাগে মো. রইসুল ইসলাম, অর্থ বিভাগে মো. আবদুল আওয়াল চৌধুরী এবং তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্বে পেয়েছেন মাসুমা বেগম।

এসএসসির কেন্দ্র তালিকা নতুন করে প্রকাশ করল শিক্ষা বোর্ড
  • ১৫ জানুয়ারি ২০২৬
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্…
  • ১৫ জানুয়ারি ২০২৬
পোস্টাল ব্যালটে অনিয়ম, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতাকে প্র…
  • ১৫ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জ-৪ আসনে প্রার্থীর উপর হামলা প্রমাণ করে আইনশৃঙ্খলা…
  • ১৫ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্ল্যান ইন্টারন্যাশনাল, আবেদন শেষ ২১ জানু…
  • ১৫ জানুয়ারি ২০২৬
'জুলাই সনদ’ বাস্তবায়নে গণভোট: জনসচেতনতা তৈরিতে যুব ও ক্রীড়া…
  • ১৫ জানুয়ারি ২০২৬