শরীয়াভিত্তিক পাঁচ ব্যাংক হচ্ছে সরকারি, চলবে বেসরকারিভাবে : গভর্নর

সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন  © টিডিসি ফটো

পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত ব্যাংক মিলে সরকারি ব্যাংক হবে কিন্তু চলবে বেসরকারিভাবে। বুধবার (৫ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ব্যংকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

তিনি বলেন, এ ব্যাংকে নতুন পে স্কেল কর্যকর হবে না। বর্তমান যে বেতন আছে তাই থাকবে। পরে বেতন আস্তে আস্তে বাড়বে। পুরো একীভূত কার্যক্রম সম্পন্ন করতে এক বছর বা দুই বছর লাগতে পারে। এছাড়া এক এলাকায় বেশি শাখা থাকলে তা দূরে নেয়া হবে। 

গভর্নর বলেন, এসব ব্যাংকে ৭৫ লক্ষ ডিপোজিটর আছে। কার্যক্রম শুরু হলে সবাই নিজেদের টাকা উত্তোলন করতে পারবেন। এছাড়া ব্যাংকগুলোতে চাকরিরত কাউকে আপাতত চাকরিচ্যুত করা হবে না। সবচেয়ে বড় পেইড অব ক্যাপিটালের ব্যাংক হবে এটি। 

তিনি আরও বলেন, দুই লাখ টাকা যাদের আছে তারা সব টাকা তুলতে পারবেন। বাকিটা প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে। 

সবকিছু মিলিয়ে এ মাসের শেষের দিকে গ্রাহকরা টাকা তুলতে পারবেন বলে আশা প্রকাশ করেন গভর্নর। এছাড়াও গ্রহকদের প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে অনুরোধ করেন তিনি। 


সর্বশেষ সংবাদ