ঈদের ছুটির আগেই এটিএম বুথে ভোগান্তি
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১১:৩৭ AM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০২:০৩ PM

ঈদের দীর্ঘ ছুটি শুরু হওয়ার আগেই রাজধানীসহ বিভিন্ন এলাকায় এটিএম বুথে নগদ অর্থ না পাওয়ায় গ্রাহকদের মধ্যে বিরক্তি ও ভোগান্তি দেখা দিয়েছে। অনেক ব্যাংক অন্য ব্যাংকের কার্ড ব্যবহারকারীদের জন্য টাকা উত্তোলনের সেবা বন্ধ বা সীমিত করায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
বিভিন্ন এলাকা ঘুরে গ্রাহকরা জানান, গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে একাধিক এটিএম বুথে চেষ্টা করেও তারা টাকা তুলতে পারেননি। বিশেষ করে যারা অন্য ব্যাংকের কার্ড ব্যবহার করছেন তাদের ভোগান্তি সবচেয়ে বেশি।
ঈদ উপলক্ষে আজ বৃহস্পতিবার (৫ জুন) থেকে টানা ১০ দিনের ছুটি শুরু হচ্ছে। তবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সীমিত পরিসরে কিছু ব্যাংকিং সেবা চালু থাকবে। ঢাকার দুই সিটি করপোরেশনের ১৮টি পশুর হাট এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি হাটসংলগ্ন শাখা ঈদের আগের রাত পর্যন্ত খোলা থাকবে।
এ ছাড়া আজ ৫ জুন তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকাগুলো—ঢাকা মহানগর, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের নির্দিষ্ট শাখাগুলো চালু রয়েছে। ঈদের পর ১১ ও ১২ জুন ওষুধ শিল্প ও আমদানি-রপ্তানিমুখী শিল্প কারখানার প্রয়োজন বিবেচনায় ঢাকা, চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অঞ্চলের বৈদেশিক মুদ্রা লেনদেনকারী শাখাগুলো খোলা থাকবে।
এর আগে গত সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে এটিএম বুথ, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ইন্টারনেট ব্যাংকিং, পয়েন্ট অব সেলস, কিউআর কোড ও ই-পেমেন্ট গেটওয়েতে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে নির্দেশনা জারি করা হয়।
তবে এসব সতর্কতা ও নির্দেশনার পরও এটিএম বুথে নগদ টাকার সংকট দেখা দেওয়ায় ঈদের আগে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে।