তরুণ উদ্যোক্তা ও যুবসমাজের আত্মকর্মসংস্থানে দেশে প্রথমবারের মতো ১০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের প্রস্তাব করেছে অন্তর্বর্তী সরকার। ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই বরাদ্দ রাখা হয়েছে।
আজ সোমবার (২ জুন) বিকেলে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচারিত রেকর্ডকৃত বক্তৃতায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ প্রস্তাবনা উপস্থাপন করেন। এটি দেশের ৫৪তম বাজেট এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অধীনে প্রণীত প্রথম বাজেট।
অর্থ উপদেষ্টা বলেন, ‘যুব সমাজের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে চাই। এ লক্ষ্যে তরুণ উদ্যোক্তা তৈরিতে ১০০ কোটি টাকার একটি পৃথক তহবিল গঠনের প্রস্তাব করছি।’ এই তহবিল থেকে উদ্ভাবনী ধারণা ও ব্যবসায়িক উদ্যোগ নিয়ে এগিয়ে আসা তরুণরা সহজ শর্তে ঋণ ও সহায়তা পাবেন বলে জানান তিনি।
আরও পড়ুন: শিক্ষা খাতে বরাদ্দ বাড়ল ৯৩৪ কোটি টাকা
এছাড়া, আত্মকর্মসংস্থান নিশ্চিত করতে যুব উদ্যোক্তাদের জন্য ঋণের সর্বোচ্চ সীমা বাড়িয়ে পাঁচ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। তরুণদের অনুপ্রেরণায় ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে আয়োজন করা হয় ‘তারুণ্যের উৎসব ২০২৫’। আগামী অর্থবছরেও বড় পরিসরে এ উৎসব আয়োজনের জন্য ১০০ কোটি টাকার আলাদা বরাদ্দ রাখা হয়েছে বাজেটে।
তরুণ জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তুলতে বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী আধুনিক কারিগরি প্রশিক্ষণ সনদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি শিল্পখাত, প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও একাডেমিয়ার মধ্যে সমন্বয় তৈরি করে ‘জব প্লেসমেন্ট’ নিশ্চিত করার লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে।
অর্থ উপদেষ্টা আরও জানান, ১৯৭৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহিদ ও আহত পরিবারের সদস্যদের জন্য আত্মকর্মসংস্থানমূলক একটি বিশেষ প্রকল্পও হাতে নেওয়া হয়েছে। বাজেটে এসব পদক্ষেপকে ভবিষ্যৎ প্রজন্মকে কর্মদক্ষ, উদ্ভাবনী ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার রূপরেখা হিসেবে দেখা হচ্ছে।