টিসিবি পণ্যের দায়সারা নিরাপত্তা, যা জানাল প্রতিষ্ঠানটি

৩০ এপ্রিল ২০২৫, ০৮:৪৪ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৫:০৮ PM
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) © সংগৃহীত

নিম্ন আয়ের মানুষের জন্য সরকার কম দামে যেসব নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করে, তা অনেক সময় অব্যবস্থাপনা ও ডিলারদের অবহেলার কারণে নষ্ট হয়ে যায়। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ট্রাকের মাধ্যমে চাল, ডাল, তেল, চিনি, ছোলা ও খেজুর স্বল্প দামে সরবরাহ করে। যদিও সরবরাহ ব্যবস্থার কাঠামো নির্দিষ্ট ডিলারদের মাধ্যমে পরিচালিত হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই ডিলারদের গাফিলতির কারণে সরকারকে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হয়।

আজ বুধবার (৩০ এপ্রিল) ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃপক্ষ দ্য ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য জানায়।

পণ্যের দায়সারা নিরাপত্তার কারণ সম্পর্কে জানতে চাইলে টিসিবির তথ্য কর্মকর্তা যুগ্ম পরিচালক হুমায়ুন কবির বলেন, অনেক সময় টিসিবির পণ্য আগুন লাগা বা অন্যান্য কারণে নষ্ট হয়ে যায়। এর দায় ডিলারদের, কারণ ডিলাররা নিজ নিজ জিম্মায় পণ্য সংরক্ষণ করেন।

তিনি আরও বলেন, যেসব ক্ষেত্রে জেলা প্রশাসনের নির্ধারিত স্থানে পণ্য বিক্রি করা হয়, সেখানে নিরাপত্তার দায়িত্ব জেলা প্রশাসন গ্রহণ করে। তবে যেখানেই টিসিবির পণ্য রাখা হোক না কেন যাদের জিম্মায় থাকে, তারাই ওই পণ্যের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকেন।

প্রসঙ্গত, ১৭ এপ্রিল রাজশাহীর পুঠিয়া থানার সামনে পৌরসভার পুরোনো ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। পৌরসভার পুরোনো ভবনটি বর্তমানে টিসিবির পণ্য রাখার গোডাউন হিসেবে ব্যবহৃত হয়। মধ্যরাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে নেওয়া হয়।

ভবনটিতে টিসিবির তেল, চাল ও মসুর ডাল রাখা ছিল। আগুনে এসব পণ্য নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়।

এক সপ্তাহের মধ্যে সব নির্বাচন কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহের নির…
  • ২২ জানুয়ারি ২০২৬
নন-এমপিও শিক্ষকদের সনদ যাচাইয়ের মাধ্যমে এমপিওভুক্তির উদ্যোগ
  • ২২ জানুয়ারি ২০২৬
আজ থেকে শুরু হলো নির্বাচনী প্রচারণা, মানতে হবে যেসব নির্দেশ…
  • ২২ জানুয়ারি ২০২৬
বাবা নিরাপত্তা প্রহরী, ঢাবিতে ভর্তির সুযোগ পাওয়া ইসরাত হতে …
  • ২২ জানুয়ারি ২০২৬
বিভিএসডব্লিউএ-বাকৃবির সভাপতি আতিক, সাধারণ সম্পাদক সিয়াম
  • ২২ জানুয়ারি ২০২৬
দাঁড়িপাল্লার প্রচারে বাধা: নারীর কান ছেঁড়ার অভিযোগ যুবদল নে…
  • ২২ জানুয়ারি ২০২৬