এমপিওভুক্তি: বড় ‍সুখবর পাচ্ছেন ডিগ্রি স্তরের শিক্ষকরা

১৭ ডিসেম্বর ২০২০, ১০:৩০ AM
এমপিওভুক্ত হতে যাচ্ছেন ডিগ্রি স্তুরের তৃতীয় শিক্ষকরা

এমপিওভুক্ত হতে যাচ্ছেন ডিগ্রি স্তুরের তৃতীয় শিক্ষকরা © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিওভুক্তি নীতিমালায় বড় সুখবর পেতে যাচ্ছেন ডিগ্রি পর্যায়ের শিক্ষকরা। প্রথমবারের মতো এ স্তরে দু’জনের পরিবর্তে তিনজন করে শিক্ষক এমপিওভুক্ত হবেন। জনবল কাঠামোর মধ্যে না থাকায় ডিগ্রি স্তরের তৃতীয় শিক্ষকরা চরম বঞ্চনার শিকার হয়ে আসছিলেন। এছাড়া এতদিন বিনা বেতনে অথবা নামমাত্র বেতনে শিক্ষকতা করছিলেন তারা।

সূত্র জানায়, জনবল কাঠামো ও এমপিওভুক্তির নীতিমালা-২০১৮ সংশোধনের কাজ শেষ পর্যায়ে। শিগগিরই নীতিমালা চূড়ান্ত করা হবে। নীতিমালা চূড়ান্ত হলেই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (মাউশি) এমপিওভুক্তির আবেদন আহবান করবে। জানা গেছে, ডিগ্রি স্তরে সমযোগ্যতা নিয়ে চাকরিতে যোগদান করলেও তৃতীয় শিক্ষকরা এমপিওভুক্ত হতে পারছিলেন না।

নতুন সংশোধনীর ফলে দেশের সহস্রাধিক কলেজ শিক্ষকের ভাগ্য খুলবে, এমপিওভুক্তির সুযোগ পাবেন তারা। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে পরামর্শ করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিওভুক্তি নীতিমালা-২০১৮ সংশোধনে গঠিত কমিটি তাদের খসড়া চূড়ান্ত করবে। এরপরই তা প্রকাশ করা হবে।

নীতিমালা সংশোধন কমিটির আহবায়ক মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশীদ আমিন এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, জনবল কাঠামোর আওতায় নিয়ে আসা হচ্ছে ডিগ্রি স্তরের তৃতীয় শিক্ষকদের। পাশাপাশি এমপিওভুক্তির নীতিমালায় প্রয়োজনীয় কিছু সংযোজন-বিয়োজন করা হচ্ছে। এতে গ্রাম ও শহরের জন্য ভিন্ন পাসের হার নির্ধারণ হবে। এ ছাড়া নীতিমালা আরও সহজ করা হবে বলে জানান তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, বেসরকারি কলেজে ডিগ্রি পড়াতে কমপক্ষে তিনজন শিক্ষক থাকতে হবে। আর অনার্স পড়াতে চারজন শিক্ষক লাগে। অথচ নীতিমালা অনুযায়ী, একটি বিষয়ে মাত্র দু’জন শিক্ষক এমপিওভুক্ত হতে পারেন। এরমধ্যে উচ্চ মাধ্যমিক স্তরের জন্য একজন, ডিগ্রিস্তরের জন্য একজন রয়েছেন। আর তৃতীয় শিক্ষকের বেতন-ভাতা কলেজ থেকে পরিশোধ করতে হয়। এতে তৃতীয় কলেজ শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন। তারা এমপিওভুক্তি পেতে দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছেন।

গণভোটের প্রচারণায় ২৩৮ আসনে প্রার্থী ঘোষণা এনসিপি’র
  • ২৩ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে আরও একটি দল!
  • ২৩ জানুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্বরস্বতী পূজা উদযাপিত
  • ২৩ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের ব্যতিক্রমী নির্বাচনী জনসভা
  • ২৩ জানুয়ারি ২০২৬
এবার শাকসু নির্বাচনে এজিএস প্রার্থীর পদ স্থগিত করল ছাত্রদল
  • ২৩ জানুয়ারি ২০২৬
দেশের প্রত্যেক সেক্টরে নারীরা কাজ করবেন : জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬