সব কলেজকে অনলাইনে পাঠদানের নির্দেশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ১১:৫০ PM , আপডেট: ০৬ অক্টোবর ২০২০, ০৩:৫৬ PM
শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে পাঠদান অব্যাহত রাখতে সব কলেজকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ শনিবার মাউশি থেকে এ নির্দেশনা দিয়ে সব কলেজ অধ্যক্ষদের চিঠি পাঠানো হয়েছে।
মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক চিঠিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ রােধে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত তথ্য প্রযুক্তি নির্ভর দুরশিক্ষণ পদ্ধতি চালু করেছে। এর পাশাপাশি কয়েকটি কলেজের অধ্যক্ষরা নিজস্ব উদ্যোগে অনলাইন ক্লাসের ব্যবস্থা গ্রহণ করেছেন। বিপুলসংখ্যক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করছে ও উপকৃত হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে এর কোনো বিকল্প নেই।
তাই তথ্য প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে নিজ নিজ কলেজের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে চিঠিতে সব কলেজের অধ্যক্ষকে বলেছে মাউশি।