সরকারিকৃত কলেজের শূন্য পদের তথ্য চেয়েছে মাউশি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ মে ২০২৫, ০৬:২৪ AM , আপডেট: ২৮ মে ২০২৫, ১২:১৩ PM
দেশের সরকারিকৃত কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষের শূন্য পদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ছকে এ তথ্য পাঠাতে বলা হয়েছে।
বুধবার (২১ মে) মাউশির সব আঞ্চলিক অফিসে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। এখন আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলা এবং উপজেলা কর্মকর্তাদের মাধ্যমে প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করবে।
মাউশির পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘শিক্ষা মন্ত্রণালয়ের আত্তীকরণ বিধিমালা ২০১৮ এর আলোকে সরকারিকৃত কলেজসহ সব সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে কর্মরত ও শূন্য পদের তথ্য উল্লিখিত ছকে প্রয়োজন।
এ ছকে প্রতিষ্ঠানের নাম, অধ্যক্ষের কর্মরত ও শূন্য পদ, উপাধ্যক্ষের কর্মরত ও শূন্য পদের তথ্য মন্তব্যসহ দিতে হবে। চিঠিতে বিষয়টি জরুরি বলে উল্লেখ করা হয়েছে।’