ঢাবিতে বেসিন স্থাপনে কর্তৃপক্ষের অসহযোগিতার অভিযোগ, ছাত্রদলের প্রতিবাদ

০৬ মে ২০২০, ১২:০০ AM

© লোগো

করোনাভাইরাস সংক্রমণে জিয়াউর রহমান ফাউন্ডেশনের বেসিন স্থাপনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতা ও বাঁধা সৃষ্টির অভিযোগ এনেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল জানায়, আজ মঙ্গলবার দুপুরে টিএসসি ও দোয়েল চত্বর এলাকায় বেসিন বসানোর কার্যক্রম সম্পন্ন করার জন্য ঢাবির সাদাদলের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বেসিন স্থাপনে অসহযোগিতা ও বাঁধা সৃষ্টি করে।

এ বিষয়ে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় প্রায় ৩০০টি বেসিন স্থাপন কার্যক্রম চলছে। তারই ধারাবাহিকতায় ক্যাম্পাসের টিএসসি ও দোয়েল চত্বর এলাকায় বেসিন স্থাপনের জন্য আজ আমি সাদা দলের আহ্বায়ক হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে যোগাযোগ করলে তিনি বেসিন স্থাপনে অসহযোগিতা ও বাধা সৃষ্টি করেন। করোনা মহামারীর এ সময়ে সংকীর্ণ দলীয় মনমানসিকতা থেকে বের হয়ে মানবতার সেবায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। আমরা সাদাদল করোনাভাইরাস সংক্রমণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করতে চাই।

ঢাবি ছাত্রদলের আহ্বায়ক মোঃ রাকিবুল ইসলাম রাকিব বলেন, জাতির এ ক্রান্তিলগ্নে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও মানবিক হওয়ার জন্য আহ্বান জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ক্যাম্পাসে ত্রাণ বিতরণ ও আর্থিক সহযোগিতা কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে।আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা পেলে ক্যাম্পাসের প্রতিটি পয়েন্টে বেসিন স্থাপন করতে চাই।

ঢাবি ছাত্রদলের সদস্য সচিব মোঃ আমান উল্লাহ আমান বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে বেসিন স্থাপন করে সাধারণ মানুষের হাতধোয়া সহজলভ্য করে দেওয়ার মতো একটি মহৎ উদ্যোগে বাঁধাদান করা অত্যন্ত দুঃখজনক, আমরা আশা করি ঢাবি প্রশাসন তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে এবং আমরা প্রয়োজনীয় সংখ্যক বেসিন স্থাপন করতে পারবো।

অন্যায়ের প্রতিবাদ করে শতবার বহিষ্কার হতেও রাজি: ফিরোজ
  • ২১ জানুয়ারি ২০২৬
আত্মসমর্পণ করলেন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল…
  • ২১ জানুয়ারি ২০২৬
৩০০ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করল ইসি
  • ২১ জানুয়ারি ২০২৬
১২ তারিখে ভোট হবে কি না—এ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: তথ্য উপদেষ…
  • ২১ জানুয়ারি ২০২৬
আমরা গণভোটে ‘না’ ভোট দেব, জনগনকেও উদ্বুদ্ধ করব: জিএম কাদের
  • ২১ জানুয়ারি ২০২৬
পে স্কেল বাস্তবায়নে প্রয়োজন ৮০ হাজার কোটি টাকা, বরাদ্দ আছে …
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9