ডিনস্ অ্যাওয়ার্ড পেয়েই রাস্তায় ঢাবি ছাত্রী, ছবি ভাইরাল

০৯ জানুয়ারি ২০২০, ০৬:০৩ PM
রোকাইয়া

রোকাইয়া © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত বিশ্ববিদ্যালয়টি। ইতোমধ্যেই অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। তবুও থামেনি শিক্ষার্থীদের বিক্ষোভ। বৃহস্পতিবারও বিশ্ববিদ্যালয়টিতে বিভিন্ন ছাত্র সংগঠন ও বিভাগের শিক্ষার্থীরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে।

শিক্ষার্থীদের সেই বিক্ষোভে ডিনস্ অ্যাওয়ার্ড সম্মাননা পেয়েই যোগ দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। সবুজ শাড়ি এবং গলায় কার্ড ঝোলানো ওই ছাত্রীর আন্দোলনে যোগ দেওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে বৃহস্পতিবার দুপুরে ছাত্রী ধর্ষণের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ঢাবি শিক্ষার্থীদের সম্মিলিত সমাবেশ চলছিল। এই সমাবেশে ডিনস্ অ্যাওয়ার্ড পেয়েই সংহতি জানাতে ছুটে আসেন ওই শিক্ষার্থী। তার নাম রোকাইয়া শতদ্রু। তিনি মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী।

এদিকে রোকাইয়ার বিক্ষোভে যোগ দেওয়ার ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন শামসুন নাহার হল সংসদের ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি। জানতে চাইলে ইমি বলেন, পড়ালেখার অজুহাত দিয়ে অনেকেই আন্দোলনে আসতে চায় না। ভাল ফলাফল করেও যে প্রতিবাদে অংশ নেওয়া যায় রোকাইয়া সেটিই দেখিয়েছেন। এটি খুবই প্রশংসনীয়।

প্রসঙ্গত, গত রবিবার রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের শিকার হন ঢাবি শিক্ষার্থী। ধর্ষণের ঘটনায় মঙ্গলবার দিবাগত রাতে শেওড়া এলাকা থেকে ধর্ষক মজনুকে আটক করে র‌্যাব। আজ মজনুকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশকে এই অনুমতি দেন ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী।

ময়মনসিংহে বিএনপির ৩০ নেতা বহিষ্কার
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরের ঘটনার রেশ ধরে ঢাবিতে বিএনপির শীর্ষ নেতার নামে স্লো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬