হত্যাকারীদের আড়াল করতে প্রশাসন ফুটেজ দেখাতে চায়নি: নুর

০৮ অক্টোবর ২০১৯, ০১:২২ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ সভাপতি (ভিপি) নুরুল হক নুর বলেন, ‘বারবার বলেছি, কিন্তু আমাদের কথা আমলে নেয়নি প্রশাসন । ছাত্রসমাজ বারবার নির্যাতিত হচ্ছে। দীর্ঘদিন ধরে আমরা এটি বন্ধের দাবি জানিয়ে আসছি।’ আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বুয়েটের ছাত্র আবরারের গায়েবানা জানাজায় তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘ছাত্রসমাজ রাজপথে এলে তড়িঘড়ি করে বিচার করা হয়। কিন্তু প্রতিবাদ থেকে সরে গেলে বিচার পাওয়া যায় না। হত্যাকারীদের আড়াল করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ফুটেজ দেখাতে চায়নি। ছাত্ররা রাস্তায় নেমে এসে বাকবিতণ্ডা করে ভিডিও ফুটেজ নিয়েছে।’

ডাকসু ভিপি বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী চেতনা থেকে প্রতিবাদ করুন। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আবরার নিহত হয়েছে আমরা তার প্রতিবাদ জানাই।’

ডাকসুর সমাজসেবা সম্পাদক আকতার হোসেন বলেন, ‘আবরার ফাহাদের মৃত্যু প্রথম ঘটনা, বিষয়টা এমন নয়। আবাসিক হলগুলো একটি ছাত্র সংগঠনের দখলে আছে। প্রশাসন স্বায়ত্ত্বশাসনের ভান ধরে পড়ে থেকে।’

তিনি বলেন, ‘এর আগে আক্রমণ করে বকর ভাইকে হত্যা করা হয়েছে। আমরা কোন বিচার পাইনি। আমরা খুব স্পষ্টভাবে বলে দিতে চাই, আবরার ফাহাদ যে কারণে মৃত্যুর কোলে ঢলে পড়েছে, সেই একই প্রতিবাদ বাংলার জনগণের হৃদয়ে আছে। বাংলার কোন মানুষ আপনাদের এই তালবাহানা মেনে নিতে পারেনি।’

আকতার হোসেন বলেন, ‘আপনাদের হলে একটা ছেলেকে হত্যা করা হয়েছে, আপনারা থানায় গিয়ে জিডি করেছেন। এর চেয়ে দুঃখজনক ঘটনা আর নেই।’

গায়েবানা জানাজার পর তারা এক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ভিসি চত্বর, পলাশী ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে ফের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।

 

ঘুম থেকে ওঠার সেরা সময় কোনটি?
  • ৩০ জানুয়ারি ২০২৬
অভিনয়ে বছরের প্রথম পুরস্কার পেলেন জয়া আহসান
  • ৩০ জানুয়ারি ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, স্বেচ্ছাসেবক দলের ৬ নেতাকর্মী বহিষ্কার
  • ৩০ জানুয়ারি ২০২৬
রাতে ঘুম না আসলে কী করবেন?
  • ৩০ জানুয়ারি ২০২৬
কবি নজরুল কলেজে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ডিজিটাল বাংলাদেশে সনাতন গোবিপ্রবি, ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ৩০ জানুয়ারি ২০২৬