ডাকসু ইস্যু

রবিউলের উপর হামলা, ফের বিক্ষোভে প্রতিবন্ধী শিক্ষার্থীরা

২৪ মার্চ ২০১৯, ০৬:২৫ PM
রবিউলের উপর হামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীরা।

রবিউলের উপর হামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীরা। © রায়হান আহমেদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী রবিউল ইসলামের ওপর হামলার বিচারের দাবিতে আবারো বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীরা। রবিবার দুপুরের দিকে এ মিছিল বের করে তারা।

মিছিলে দুর্বৃত্তদের হামলার শিকার রবিউল ইসলামসহ প্রায় ২৫জন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী অংশ নেয়। পরে মিছিলটি কলাভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী ইব্রাহিম খলীল ও আমজাদ হোসেন।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক প্রগতি বর্মণ তমা। সমাবেশে রবিউলের ওপর হামলার সুবিচার না হলে রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীদের হাতে ‘হামলার দায় প্রশাসন এড়াতে পারে না’, ‘রবিউলের ওপর হামলার বিচার চাই’, ‘হামলায় জড়িতদের অবিলম্বে চিহ্নিত কর’, ‘অবিলম্বে সন্ত্রাসীদের শাস্তি নিশ্চিত কর’ ইত্যাদি প্ল্যাকার্ড বহন করতে দেখা গেছে।

সমাবেশে ইব্রাহিম খলীল বলেন, সূর্যসেন হলে রবিউলের ওপর হামলার পরপরই সূর্যসেন হল প্রাধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দকে আমরা বিষয়টি অবহিত করেছি। তখন প্রাধ্যক্ষ আমাদেরকে লিখিত আকারে অভিযোগ দিতে বললেন। কিন্তু আমরা লিখিত অভিযোগ নিয়ে গেলে তিনি বলেন, অভিযোগ লাগবে না।

ইব্রাহিম আরো বলেন, পাঁচ দিন অতিবাহিত হয়ে গেলেও হামলার বিচারে আমরা ফলপ্রসু কিছু দেখছি না। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিষয়কে যেভাবে অবহেলার দৃষ্টিতে দেখা হয়, রবিউলের ওপর হামলাকেও সে একইভাবে দেখে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, সুবিচার না পেলে আমরা প্রতিবন্ধী শিক্ষার্থীরা রাজপথে থাকবো, রাজপথ ছাড়বো না।

সমাবেশে আরেক দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী আমজাদ হোসেন বলেন, প্রশাসন একটি নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করছে। আমাদের দাবিগুলো বিবেচনা করছে না। প্রতিবন্ধী শিক্ষার্থীর ওপর হামলা হলেও তার বিচার হচ্ছে না। আমরা রবিউলের ওপর হামলাকারীদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এর আগে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী রবিউল ইসলামের উপর হামলার ঘটনায় অবস্থান কর্মসূচি পালন করেছে প্রতিবন্ধী শিক্ষার্থীরা। ওইদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের এই কর্মসূচি পালন করা হয়। এসময় ডাকসুর জিএস গোলাম রাব্বানী ও এজিএস সাদ্দাম হোসেন এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের আশ্বাস দেন।

অনিয়ম ও কারচুপির অভিযোগে ডাকসুর পুনঃনির্বাচনের দাবিতে অনশনে অংশ নেওয়ার ‘অপরাধে’ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা’ সূর্যসেন হলে মারধরের শিকার হন রবিউল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ‍শিক্ষার্থী রবিউল হলটির আবাসিক ছাত্র; ডাকসু নির্বাচনে সমাজসেবা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

ভুক্তভোগী রবিউল ইসলাম বলেন, ‘মঙ্গলবার দুপুরে সূর্যসেন হলের নিজের কক্ষ (২০৯ নম্বর) থেকে তিন তলার একটি কক্ষে (৩২৬ নম্বর) যাচ্ছিলাম বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়ার জন্য। পথিমধ্যে করিডরে আমার পথ আটকে একজন জানতে চান, আমি ডাকসুর পুনর্র্নির্বাচন দাবিতে অনশন করেছিলাম কি না। হ্যাঁ বলতেই তিনি আমাকে গালিগালাজ করেন ও কিল-ঘুষি মারতে শুরু করেন। করিডরে তখন কেউ ছিল না আর আমি অন্ধ হওয়ায় ওই লোককে চিনতে পারিনি।’

আইইএলটিএস-জিআরই পরীক্ষায় অংশগ্রহণে সহজ শর্তে ঋণ দিতে চায় এন…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন জামায়াত আমির
  • ৩০ জানুয়ারি ২০২৬
দায়িত্ব পেলে চাঁদাবাজদের ঘুম হারাম করে দেব: হাসনাত আবদুল্লাহ
  • ৩০ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিন : তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
এআই-ভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলায় জিএসআইএমএএলের যাত্রা শুরু
  • ৩০ জানুয়ারি ২০২৬
তরুণদের জন্য এক কোটি সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করতে চায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬