কুয়েত মৈত্রী হলে নতুন প্রভোস্ট মাহবুবা নাসরীন

১১ মার্চ ২০১৯, ১০:২০ AM
উদ্বার হওয়া ব্যালট পেপর নিয়ে ছাত্রীদের বিক্ষোভ

উদ্বার হওয়া ব্যালট পেপর নিয়ে ছাত্রীদের বিক্ষোভ © সংগৃহীত

কুয়েত মৈত্রী হলে সিলামারা বস্তা ভর্তি ব্যালট পেপার পাওয়া গেলে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এঘটনায় হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট অধ্যাপক শবনম জাহানকে অপসারণ করে নতুন দায়িত্ব দেয়া হয়েছে অধ্যাপক মাহবুবা নাসরিনকে।

মাহবুবা নাসরিন বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ বিভাগের পরিচালক। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. লিটন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, বিশ্ববিদ্যালয় থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টিও জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের ডাকসু ও হল সংসদ নির্বাচন সংক্রান্ত অনিয়মের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন ) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদকে আহ্বায়ক করে ৪ সদস্য বিশিষ্ট একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।

এর আগে সকাল ৮টায় এই ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে সঠিক সময় ভোট শুরু হয়নি। শিক্ষার্থীরা দাবি করে খালি ব্যালট বাক্স দেখানো না হলে ভোট শুরু হবে না। পরে হলের ভিতর থেকে ছাত্রলীগ প্যানেলের প্রার্থীদের পক্ষে সিল মারা এক বস্তা ব্যালট পেপার উদ্ধার হয়। এবং কুয়েত মৈত্রী হলের ভোটগ্রহণ স্থগিত করা হয়।

সকাল ৮টায় শুরু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গ্রহণ চলবে দুপুর ২টা পর্যন্ত।

পরিত্যক্ত টয়লেট থেকে অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার
  • ০৭ জানুয়ারি ২০২৬
ওসমান হাদি খুনের সঙ্গে রাষ্ট্রযন্ত্র জড়িত, এই চার্জশিট মান…
  • ০৭ জানুয়ারি ২০২৬
শীতের তীব্রতা কবে কমবে, জানাল আবহাওয়া অফিস
  • ০৭ জানুয়ারি ২০২৬
রাতের আঁধারে অবৈধভাবে মাটি উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা
  • ০৭ জানুয়ারি ২০২৬
১৫ জানুয়ারির পর যৌথ বাহিনীর অভিযান জোরদার হবে: ইসি সানাউল্ল…
  • ০৭ জানুয়ারি ২০২৬
রাজধানীতে বিদেশি অস্ত্রসহ ৪ সন্ত্রাসী গ্রেপ্তার
  • ০৭ জানুয়ারি ২০২৬