পাশের হার ৬১.১ শতাংশ
ঢাবির ঘ ইউনিট পুন:ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৮, ০৬:২৮ PM , আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ০৬:৫২ PM
৬১.১ শতাংশ পাশের হার নিয়ে এবারে প্রকাশিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পুন:ভর্র্তি পরীক্ষার ফলাফল। আজ সোমবার বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফলাফল প্রকাশ করা হয়। পুর্বের পরীক্ষায় উত্তীর্ণ ১৮,৪৬৩ জন শিক্ষার্থীর মধ্যে এবারের পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১৬,১৮১ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯,৮৮৬ জন।
এবারের পরীক্ষায় বিজ্ঞান শাখায় উত্তীর্ণ ৬,৮১৪ জন, ব্যবসায় শিক্ষা শাখায় ১,১৭২ জন এবং মানবিক শাখায় ১,৯০০ জন পরীক্ষার্থীদের নিয়ে তিনটি পৃথক মেধা তালিকা প্রণয়ন করা হয়েছে।
পরীক্ষার ফলাফল ঢাকা বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েব সাইটে গিয়ে লগইন করে দেখা যাবে। এছাড়া যে কোন অপারেটরের মোবাইল ফোন থেকে DU GHA ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ ফলাফল পাওয়া যাবে।
প্রকাশিত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার (ফলাফল) উত্তরপত্র পুন:নিরীক্ষার জন্য কোন প্রার্থী আগ্রহী হলে সামাজিক বিজ্ঞান অনুষদে ১ হাজার টাকা ফি জমা দিয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরপত্রীর ফটোকপি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি ও অনলাইন থেকে প্রিন্ট করা ফলাফলের কপিসহ ডিন, সামাজিক বিজ্ঞান অনুষদ-এর বরাবরে ২৫ নভেম্বর তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে লিখিতভাবে আবেদন করতে হবে।
পুন:নিরীক্ষার ফলে প্রার্থীর অর্জিত নম্বরের পরিবর্তন হলে মেধা-তালিকায় প্রয়োজনীয় সংশোধন করা হবে। এতদ্সংক্রান্ত ফলাফল আগামী ২৬ নভেম্বর তারিখে অনুষদ-অফিসে প্রকাশ করা হবে।
কোটায় ভর্তি হতে আগ্রহী উত্তীর্ণপ্রার্থীদেরকে ২০ নভেম্বর থেকে ২৭ নভেম্বর তারিখের মধ্যে অফিস চলাকালীন সংশ্লিষ্ট কোটার র্ফম সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করে উক্ত সময়সীমার মধ্যে যথাযথভাবে পূরণ করে অনুষদের অফিসে জমা দিতে হবে।
পূর্বে যারা কোটার র্ফম নিয়েছে এবং এবারের পুনঃপরীক্ষায় উর্ত্তীণ হয়েছে, তারা নতুন করে র্ফম সংগ্রহ করে র্ফম-ফি সমন্বয় করে নিবে। যারা পুনঃপরীক্ষায় উর্ত্তীণ হতে পারেনি, তাদের র্ফমের ফি ডিন অফিস থেকে ফেরত প্রদান করা হবে।
ভর্তি হতে আগ্রহী উত্তীর্ণ সকল প্রার্থীদের আগামী ২০ নভেম্বর থেকে ২৭ নভেম্বর তারিখের মধ্যে ওয়েবসাইটে বিস্তারিত তথ্য ও বিষয় পছন্দক্রম র্ফম পূরণ করতে হবে এবং এক কপি প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে হবে।
উক্ত সময়ের মধ্যে বিষয় পছন্দক্রম র্ফম পূরণ না করলে কোন প্রার্থীকে বিষয়-মনোনয়ন দেয়া সম্ভব নয়। আগামী ০৩ ডিসেম্বর তারিখ বিকাল ৩ টায় ওয়েবসাইটে বিষয়/বিভাগ মনোনয়ন দেয়া হবে এবং ঐ তারিখে সাক্ষাৎকারের নোটিশ ওয়েবসাইটের ‘ঘ’ ইউনিট সেকশনে দেয়া হবে। প্রার্থীকে নিজ দায়িত্বে অনুষদের নোটিশ বোর্ড অথবা ওয়েবসাইটের মাধ্যমে জেনে নিতে হবে।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর অনুষ্ঠিত হওয়া ঘ ইউনিটের পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ থাকায় কর্তৃপক্ষ সেই পরীক্ষার ফলাফল স্থগিত ঘোষণা করে উক্ত পরীক্ষায় উর্ত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে পুনরায় ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেয়।