আম, কাঁঠাল না লিচু সেরা—রাবিতে ফল নিয়ে বিতর্ক

২৮ মে ২০২৪, ০১:৫১ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ফল বিতর্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ফল বিতর্ক © সংগৃহীত

মধুমাস জৈষ্ঠ্যে ফলের রাজধানী খ্যাত রাজশাহীতে অনুষ্ঠিত হয়ে গেলে ফল বিতর্ক। তর্কজালের পরিকল্পনায় ও রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরামের (আরইউডিএফ) আয়োজনে সোমবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্স ভবনের সেমিনার হলে এ বিতর্ক অনুষ্ঠিত হয়।

রম্য ধাচের এ বিতর্কের বিষয় ছিল- ‘ফল হিসেবে আমিই সেরা’। এতে আম, জাম, কাঁঠাল, লিচু, পেঁপে ও কমলা -এ ছয়টি ফলের শ্রেষ্ঠত্ব তুলে ধরেন বিতার্কিকরা। করেন সমালেচনাও। বিতর্কে সভাপতিত্ব করেন আরইউডিএফের জেষ্ঠ্য নির্বাহী সদস্য মো. জায়িদ হাসান।

গুণে মানে স্বাদে রাজশাহীর আম কেন সেরা, তা তুলে ধরেন রাবির মার্কেটিং বিভাগের শিক্ষার্থী জারীণ সাবাহ্ চৌধুরী। জাম চরিত্রে বিতর্ক করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন রুয়েট ডিসির যুগ্ম-সম্পাদক ফাহিম মোন্তাছির রহমান। আর জাতীয় ফল কাঠালের গুণাগুণ বর্ণনা করেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী মির্জা আহমাদ সাদী।

লিচু কেন সব মানুষের পছন্দের, সে সম্পর্কে বলেন তৌফিক আজমিম মাহমুদ। কমলা চরিত্রে বিতর্ক করেন অ্যাকাউন্টটিং অ্যান্ড ইনফর্মেশন সাইন্স বিভাগের শিক্ষার্থী হুমায়রা চৌধুরি। পেঁপের গুণাগুণ উপস্থাপন করেন গণিত বিভাগের শিক্ষার্থী ইফফাত খানম।

আরো পড়ুন: শিক্ষা মন্ত্রণালয়ের ইনোভেশন শোকেসিংয়ে প্রথম ঢাকা শিক্ষা বোর্ড

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরইউডিএফের উপদেষ্টা এবং রাবির অ্যাকাউন্টটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. রোকসানা বেগম, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহাদাত হোসেন, সংগঠনটির সাবেক প্রধান নির্বাহী সদস্য ফাহমিদা আফরোজ, আব্দুল বারী, অনাবিল চাকমা, সাবেক জেষ্ঠ্য নির্বাহী সদস্য রিফাত হাসান ও বর্তমান প্রধান নির্বাহী সদস্য মাহাদী হাসান মাহিন।

আয়োজকরা জানিয়েছেন,গত বছরের ১৬ জুন তর্কজালের পরিকল্পনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফল বিতর্কের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছিল। তারই ধারাবাহিকতায় এবার ফল বিতর্কের দ্বিতীয় পর্বের আয়োজন করা হল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।

গণভোটের প্রচারণায় ২৩৮ আসনে প্রার্থী ঘোষণা এনসিপি’র
  • ২৩ জানুয়ারি ২০২৬
গণভোটের প্রচারণায় ২৩৮ আসনে প্রার্থী ঘোষণা এনসিপি’র
  • ২৩ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে আরও একটি দল!
  • ২৩ জানুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্বরস্বতী পূজা উদযাপিত
  • ২৩ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের ব্যতিক্রমী নির্বাচনী জনসভা
  • ২৩ জানুয়ারি ২০২৬
এবার শাকসু নির্বাচনে এজিএস প্রার্থীর পদ স্থগিত করল ছাত্রদল
  • ২৩ জানুয়ারি ২০২৬