টিআইবির আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নর্থ সাউথ

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপি আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল। শ্রীলংকার বিতার্কিক দল রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিকের পুরস্কার অর্জন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক সাদমান করিম ।

১৩ মে, রবিবার চ্যানেল আইয়ের স্টুডিওতে চূড়ান্ত পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ), বাংলাদেশের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, শ্রীলংকা এবং কম্বোডিয়ার বিতার্কিক দল অংশগ্রহণ করেন। টিআইবি’র ক্লাইমেট ফাইন্যান্স অ্যান্ড গভর্ন্যান্স (সিএফজি) প্রোগ্রাম এর আওতায় এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১২ মে, শনিবার থেকে শুরু হয় দুই দিনব্যাপি এ আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা।

নেপাল, ভুটান, শ্রীলংকা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া ও বাংলাদেশের মোট আটটি দলের ১৬ জন বিতার্কিক এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ব্রিটিশ পার্লামেন্ট পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন মিডিয়া ব্যক্তিত্ব ও প্রাক্তন বিতার্কিক আব্দুন নূর তুষার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। অন্যান্যের মধ্যে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ও উপদেষ্টা-নির্বাহী ব্যবস্থাপনা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী শিল্পোন্নত ও ধনী দেশগুলো জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের শিকার দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবিলায় অনুদান (গ্র্যান্টস) হিসেবে ক্ষতিপূরণ প্রদান না করে ঋণ প্রদানের চেষ্টা চালাচ্ছে।

জলাবায়ু অভিযোজনের সর্বোৎকৃষ্ট উপায় ব্যাখ্যা করে তিনি বলেন, জলবায়ু অর্থায়ন ও প্রকল্প বাস্তবায়নে শুধু স্বচ্ছতাই যথেষ্ট নয়, পাশাপাশি জবাবদিহি ও শুদ্ধাচার থাকতে হবে। সীমিত সম্পদের কথা বিবেচনা করে সার্বিকভাবে সুষ্ঠু ও বাস্তবভিত্তিক প্রকল্প গ্রহণ, সংশ্লিষ্ট বিষয়ে পর্যাপ্ত জ্ঞান অর্জন এবং গুরুত্ব বিবেচনাপূর্বক প্রকল্প গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ড. ইফতেখারুজ্জামান বলেন, তরুণদের সম্পৃক্ততা জলবায়ু অর্থায়ন ও অভিযোজন কার্যক্রমের সার্বিক উৎকর্ষ বৃদ্ধিতে সহায়তা করবে বলে টিআইবি বিশ্বাস করে। জলবায়ু অর্থায়ন ও অভিযোজন বিষয়ে তরুণদের চিন্তা-ভাবনা জানতে এবং এ বিষয়ে তরুণদের অংশগ্রহণ ও আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জলবায়ু খাতে স্বচ্ছতা, জবাবদিহি, শুদ্ধাচার ও নাগরিক অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে টিআইবি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের মতো সীমিত সম্পদের দেশগুলোর জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ প্রয়োজনীয় অর্থ প্রাপ্তির যৌক্তিক অধিকার রয়েছে। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলো ক্ষতিগ্রস্ত দেশগুলোকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান করবে- এটাই আমাদের দাবি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence