শরীরচর্চা শিক্ষকের সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় ছাত্রীকে পুলিশে দিলেন জনতা

২৪ আগস্ট ২০২২, ১১:৪৩ AM
ঘটনায় সময় বিদ্যালয়ের সামনে স্থানীয় জনতার ভিড়

ঘটনায় সময় বিদ্যালয়ের সামনে স্থানীয় জনতার ভিড় © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি বিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শরীরচর্চা বিষয়ের এক শিক্ষককে পুলিশে দিয়েছেন জনতা। বুধবার (২৪ আগস্ট) শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষক ও ওই ছাত্রীকে বিদ্যালয়ে প্রবেশ করতে দেখেন স্থানীয় কয়েকজন যুবক। পরে তাঁদের একটি কক্ষে দেখতে পান স্থানীয়রা। সেখান থেকে শরীরচর্চা বিভাগের সরঞ্জাম রাখার কক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয়রা তাদের পুলিশের হাতে তুলে দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, মঙ্গলবার বিকেলে কল আসে, স্কুলের একটি রুমে শিক্ষক ও ছাত্রীকে আটক করা হয়েছে। স্কুলে এসে সবার সঙ্গে কথা বলে পরিস্থিতি খারাপ হওয়ায় তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। একই রুমে দুজনকে পাওয়া গেলেও কী অবস্থায় পাওয়া গেছে তা নিশ্চিত নয়। ১৯৯৫ সালে যোগদানের পর থেকে ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি।

আরো পড়ুন: ফার্স্ট গার্ল ছাত্রীকে ‘ফেল করানোয়’ অপমানে ১২ তলা থেকে লাফ

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, মঙ্গলবার বিকেলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। উত্তেজিত জনতার হাত থেকে শিক্ষক ও ছাত্রীকে থানায় আনা হয়েছে। স্থানীয়রা শিক্ষককে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পেয়েছেন বলে অভিযোগ করছেন।

জামায়াত নেতা হত্যায় মামলা, প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬