স্ট্যাম্প দিয়ে ছাত্রের পিটুনির শিকার শিক্ষক উৎপল মারা গেছেন

শিক্ষক উৎপল কুমার সরকার
শিক্ষক উৎপল কুমার সরকার  © ফাইল ছবি

ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে এক ছাত্র পেটানোর পর আহত শিক্ষক উৎপল কুমার সরকার (৩৭) মারা গেছেন। ঘটনার পর থেকে ওই শিক্ষক এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।

সোমবার (২৭ জুন) সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ইনচার্জ ইউসুফ আলী। ভোর সোয়া ৫টার দিকে মারা যান ওই শিক্ষক। উৎপল সরকার সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার এঙ্গেলদানি গ্রামের মৃত অজিত সরকারের ছেলে। 

এর আগে বিদ্যালয়ের অধ্যক্ষ সাইফুল হাসান বলেন, শনিবার স্কুলে মেয়েদের ক্রিকেট খেলা চলছিল। দুপুরে মাঠের একপাশে দাঁড়িয়ে থাকা উৎপলকে হঠাৎ ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে আঘাত করতে থাকে ওই ছাত্র। এতে শিক্ষকের মাথায় জখম হয়। দ্রুত তাঁকে হাসপাতালে পাঠানো হয়। 

আরো পড়ুন: নিজের কক্ষে ঝুলছিল মেডিকেলছাত্রীর নিথর দেহ

তিনি আরও বলেন, উৎপল শৃঙ্খলা ও পরিবেশ কমিটির আহ্বায়ক হিসেবে ছাত্রদের বিভিন্ন সময় চুল কাটতে বলাসহ আচরণগত সমস্যা নিয়ে কাউন্সেলিং করেন। অপরাধের বিচারও করতেন। হয়তো কোনো কারণে শিক্ষকের উপর ছাত্রের ক্ষোভ ছিল।


সর্বশেষ সংবাদ