পিস্তল হাতে ছবি তোলা ছাত্রলীগ নেতাকে খুঁজছে পুলিশ

০৬ মে ২০২২, ১১:১৩ PM
পিস্তল হাতে ছবি তোলা ছাত্রলীগ নেতাকে খুঁজছে পুলিশ

পিস্তল হাতে ছবি তোলা ছাত্রলীগ নেতাকে খুঁজছে পুলিশ © সংগৃহীত

পিস্তল হাতে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ভাইরাল হয়েছেন সদ্য বিলুপ্ত হওয়া পাবনা জেলা ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক আবু বক্কার সিদ্দিকী (রাতুল)। এ ঘটনার পর থেকে তিন গা ঢাকা দিয়েছে। এদিকে স্থানীয় থানা পুলিশ তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

আবু বক্কার সিদ্দিকীর বাড়ি পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের গাবগাছি গ্রামে। তিনি জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির কর্মসূচি ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক এবং মানিকহাট ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতির দায়িত্বে ছিলেন।

ছড়িয়ে পড়া দুটি ছবিতে দেখা যায় একটিতে হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছেন আবু বক্কার। অপরটিতে শুধু হাতের ওপর পিস্তল। ছবিটি ঠিক কবে ফেসবুকে পোস্ট করা হয়েছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে গতকাল বৃহস্পতিবার ছবিটি আলোচনায় আসে। এর পর থেকে পুলিশ তাঁকে খুঁজছে।

আরও পড়ুন: ফেসবুক পোস্টে পুলিশ যা করতে পারবেন, আর যা পারবেন না

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত রাতুল জেলার বিভিন্ন নেতার ছত্রছায়ায় থাকতেন এবং ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত।

পাবনা জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি মো. ফিরোজ আলী বলেন, কোনো অনৈতিক কর্মকাণ্ড ছাত্রলীগ সমর্থন করে না। তিনি (আবু বক্কার সিদ্দিকী) পিস্তল হাতে ছুবি তুলে পোস্ট করলে অবশ্যই বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তাঁরা মনে করেন।

সুজানগর থানার ওসি আব্দুল হান্নান গণমাধ্যমকে জানান, ফেসবুকে ছবিটি ছাড়ার পরপরই আমরা খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে অস্ত্রধারী ওই যুবককে আইনের আওতায় আনতে পারবো বলে আশা করছি। ইতোমধ্যে তাকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।

বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, প্রতিবাদে বিক্ষোভের ডাক ডা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
কারিগরি শিক্ষায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ড. …
  • ২৮ জানুয়ারি ২০২৬
স্বাধীনতাবিরোধী দল ধোঁকা দিয়ে ভোট নিয়ে উন্নয়নকে ব্যাহত করছ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ফিলিপ সি. জেসাপ আন্তর্জাতিক মুট কোর্টে টানা দ্বিতীয়বার সেরা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভাতা নয়, কর্মসংস্থানই যুবসমাজের প্রকৃত মুক্তি: ড. ব্যারিস্ট…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভয়ভীতি ও সন্ত্রাস দিয়ে দাড়িপাল্লার বিজয় ঠেকানো যাবে না: প্র…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage