প্রীতিকে গুলি করে হত্যার মাস্টারমাইন্ড গ্রেফতার

বদরুন্নেসা কলেজের ছাত্রী সামিয়া আফরান জামাল প্রীতি
বদরুন্নেসা কলেজের ছাত্রী সামিয়া আফরান জামাল প্রীতি  © ফাইল ফটো

রাজধানীর শাহজাহানপুরে গুলিতে সামিয়া আফরান জামাল প্রীতি ও মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যাকাণ্ডের ঘটনায় মাস্টারমাইন্ডসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন শুক্রবার (১ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, চাঞ্চল্যকর টিপু ও প্রীতি হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ডকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া টিপুকে অনুসরণকারীসহ মোট চার জনকে ঢাকার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

আজ শনিবার (২ এপ্রিল) দুপুরে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

আরো পড়ুন: সবাইকে হাসি-আনন্দে মাতিয়ে রাখতো কলেজছাত্রী প্রীতি

গত ২৪ মার্চ রাতে জাহিদুল ইসলাম টিপুকে শাহজাহানপুরের ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে দুর্বৃত্তরা গুলি করে। এতে টিপু ও তার গাড়িচালক গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলে রিকশায় থাকা রাজধানীর বদরুন্নেসা কলেজের ছাত্রী প্রীতিও গুলিবিদ্ধ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক টিপু ও প্রীতিকে মৃত ঘোষণা করেন।

পরের দিন ২৫ মার্চ দুপুরে নিহত টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি শাহজাহানপুর থানায় হত্যা মামলা করেন।


সর্বশেষ সংবাদ