ভুয়া সনদে চিকিৎসক, মাহমুদুলকে কারাগারে পাঠানোর নির্দেশ

হাইকোর্ট
হাইকোর্ট  © ফাইল ছবি

চীনের একটি মেডিকেল কলেজের সনদ জাল করে নিজেকে চিকিৎসক দাবি করা মাহমুদুল হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক), আইজিপি ও র‌্যাবকে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৩ জানুয়ারি) তার আগাম জামিনের আবেদন শুনানিকালে  বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আরও পড়ুন: আত্মহত্যার আগে ৬ পৃষ্ঠার চিরকুটে যা লিখে গেলেন চবি ছাত্র

আদালতে আসামিপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. শাহানুর আলম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি। দুদকের পক্ষে আইনজীবী ছিলেন এবিএম বায়েজিদ।।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আসামিরা জানিয়েছিলেন তারা চীনের তাঈশান মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস সনদ নিয়েছেন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চীনের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, তাদের সনদ জাল।

আরও পড়ুন: শৈত্যপ্রবাহ আসছে

তারা আরও জানান, তারা ট্যুরিস্ট ভিসায় চীনে গেলেও তাঈশান মেডিক্যাল কলেজে পড়েননি। এমন প্রতারণার ঘটনায় ক্ষুব্ধ চীনও। দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছে দেশটি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence