কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা

১২ নভেম্বর ২০২১, ০৯:০৭ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

যশোরের বাঘারপাড়া উপজেলায় এক শিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণ ও ভারতে পাচার চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ ভিকটিম নিজে বাদী হয়ে এ মামলা করেন।

অভিযুক্ত ব্যক্তির নাম রানা হক। সে কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর গ্রামের রেজাউল হকের ছেলে। বিচারক নিলুফার শিরীন (ভারপ্রাপ্ত) অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলায় বাদী উল্লেখ করেছেন, তিনি অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ২০১৭ সালে তার ব্রেন টিউমারের চিকিৎসার জন্য বাবার সাথে ভারতের কলকাতায় যান। ওই সময় আসামির সাথে তাদের পরিচয় হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য চলতি বছরের ৮ এপ্রিল ওই শিক্ষার্থী ভেলর যান। সেখানেও আসামি হাজির হন। চিকিৎসা শেষে দেশে ফেরার পর আসামি প্রায় তার মোবাইল ফোনে কল করে প্রেমের প্রস্তাব দেন।

শিক্ষার্থী তাকে জানান তিনি বিবাহিত ও এক সন্তানের মা। তারপরও নানা ভাবে বিরক্ত করতে থাকে। সর্বশেষ, গত ১৭ অক্টোবর বেলা ১১ টায় বাদী কলেজ থেকে বাড়ি ফেরার পথে আসামি ও তার বন্ধু শিপন গাড়ি নিয়ে এসে তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে নিয়ে গলায় চাকু ধরে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরে ভারতীয় নাগরিক অভিষেক লাঠোর নামের এক পাচারকারীর সাথে ভিডিও কলে তাকে দেখিয়ে পরিচয় করিয়ে দেয়।

শেষমেষ ৩ নভেম্বর সুযোগ বুঝে কৌশলে ওই শিক্ষার্থী ৯৯৯ কল দিয়ে বিষয়টি পুলিশকে জানান। কুষ্টিয়া পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাদীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। ওইসময় আসামি পালিয়ে যায়। পরে যশোরে এসে সুস্থ হয়ে আদালতে মামলা করেছেন তিনি।

এনসিপি তার ইশতেহার বাস্তবায়নে জন্য বদ্ধ পরিকর থাকবে : নাহি…
  • ৩০ জানুয়ারি ২০২৬
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে কুবি ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি
  • ৩০ জানুয়ারি ২০২৬
নির্বাচনে মাঠ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি হান্নান মাসউদের
  • ৩০ জানুয়ারি ২০২৬
৩০০ নেতাকর্মীসহ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মাহাবুব মাস্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
চলতি সপ্তাহে একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ৩০ জানুয়ারি ২০২৬