গুচ্ছ ভর্তি পরীক্ষা

প্রশ্নপত্রের ছবি তুলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানোয় কারাগারে ভর্তিচ্ছু ছাত্রী

প্রশ্নপত্রের ছবি তুলে হোয়াটসঅ্যাপে প্রেরণ
প্রশ্নপত্রের ছবি তুলে হোয়াটসঅ্যাপে প্রেরণ  © প্রতীকী ছবি

২০টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবিক বিভাগের পরীক্ষা চলাকালীন সময়ে প্রশ্নপত্রের ছবি তুলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রেরণের সময় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) কেন্দ্রে তাসনিয়া আকতার খুশবু (১৮) নামে এক ভর্তিচ্ছুকে আটক করা হয়েছে।

আজ রবিবার (২৪ অক্টোবর) বেলা ১২টায় মানবিক বিভাগের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর অসদুপায় অবলম্বন করায় তাকে আটক করা হয়। তিনি দিনাজপুর সদর উপজেলার কমলপুর এলাকার মোকাররম হোসেনের মেয়ে।

পরে বিকেলে হবিপ্রবি কর্তৃপক্ষ দিনাজপুর কোতোয়ালী থানায় একটি মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মামুনুর রশিদ মামলাটি করেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পরে বিশ্ববিদ্যালয়ের ড. এমএ ওয়াজেদ ভবনের ৩০৫ নম্বর কক্ষে একজন পরীক্ষার্থী মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রেরণ করছিলেন। বিষয়টি প্রথমে সাধারণ শিক্ষার্থীদের দৃষ্টিগোচর হলে তারা সংশ্লিষ্ট হল পরিদর্শক হিতেন্দু রায়কে অবহিত করেন। পরে মোবাইল ফোনসহ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি স্বীকার করেন ওই ছাত্রী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মামুনুর রশিদ বলেন, ওই ছাত্রী নিজেই পরীক্ষার্থী। প্রশ্নপত্রের ছবি তুলে একটি মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রেরণ করছিলেন তিনি।

দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, বিকেলে আদালতের মাধ্যমে ওই শিক্ষার্থীকে জেলহাজতে পাঠানো হয়েছে।


সর্বশেষ সংবাদ