প্রেমিকের বাইক থেকে নামিয়ে মেডিকেল ছাত্রীকে দল বেঁধে ধর্ষণ

২৮ আগস্ট ২০২১, ০৮:৩২ AM

© প্রতীকী ছবি

প্রেমিকের বাইক থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে এক মেডিকেল কলেজের এক ছাত্রীকে দল বেঁধে ধর্ষণ করল অজ্ঞাত দুষ্কৃতীরা। মঙ্গলবার (২৪ আগস্ট) ভারতের কর্ণাটকের মহীশূরে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই তরুণী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের প্রতিবেদন অনুযায়ী, ঘটনায় যুক্ত ছিল চার অপরাধী।

জানা গেছে, ওই তরুণী উত্তরপ্রদেশের বাসিন্দা। মহীশূরের একটি বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রী তিনি। মঙ্গলবার প্রেমিকের সঙ্গে বাইকে করে চামুন্ডি পাহারের দিকে যাচ্ছিলেন। পথে ললিতাদ্রিপুরার কাছে একদল দুষ্কৃতী তাদের আটকায়। টাকাপয়সা কেড়ে নিতে চায়। কিন্তু মূল্যবান কোনো কিছু না পেয়ে প্রথমে বাইকে থাকা প্রেমিককে মারধর করে। পরে তার সামনেই প্রেমিকাকে টেনে নিয়ে গিয়ে দল বেঁধে ধর্ষণ করে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন মহীশূরের পুলিশ কমিশনার। অজ্ঞাতপরিচয় ধর্ষকদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যেই তদন্তের স্বার্থে বেশ কয়েকটি দল গঠন করে শুরু হয়েছে তল্লাশি অভিযান। যদিও ঘটনার পর তিন দিন পার হয়ে গেলেও এখনও অধরা দুষ্কৃতীরা।

এ বিষয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেন, অপরাধীদের যত দ্রুত সম্ভব গ্রেফতারের জন্য ডিরেক্টর জেনারেল অব পুলিশ প্রবীন সুদকে নির্দেশ দিয়েছি।  

পুলিশকে যথাযথ ও দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জনানেন্দ্র।

এনসিপি তার ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর থাকবে : নাহিদ ইসলাম
  • ৩০ জানুয়ারি ২০২৬
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে কুবি ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি
  • ৩০ জানুয়ারি ২০২৬
নির্বাচনে মাঠ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি হান্নান মাসউদের
  • ৩০ জানুয়ারি ২০২৬
৩০০ নেতাকর্মীসহ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মাহাবুব মাস্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
চলতি সপ্তাহে একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ৩০ জানুয়ারি ২০২৬