মহিলা পরিষদের বিচার দাবি
ধর্ষণের শিকার মাদরাসাছাত্রীর আত্মহত্যা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ জুলাই ২০২১, ০৭:০১ PM , আপডেট: ২৫ জুলাই ২০২১, ০৭:০১ PM
কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নে দলবদ্ধ ধর্ষণের শিকার এক মাদরাসাছাত্রীর আত্মহত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। এই ঘটনায় জড়িতেদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
রোববার (২৫ জুলাই) এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, গত ২৩ জুলাই পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের রাতে তিন বখাটে কর্তৃক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক মাদ্রসাছাত্রী। একই এলাকার মৃত বাদশার ছেলে আলমগীর, নুরুল হকের ছেলে রবি আলম ও বাঁশখালী ছনুয়া এলাকার মকসুদ আহমদের ছেলে আবুল কাশেম মিলে জোরপূর্বক বাড়ি থেকে বের করে একটি মৎস্য ঘেরে নিয়ে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয় এবং ধর্ষণের অপমান সইতে না পেরে শনিবার ভোর রাতে বিষপান করে মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করে।
এতে বলা হয়, বাংলাদেশ মহিলা পরিষদ বাস্তব কাজের অভিজ্ঞতায় লক্ষ্য করছে যে, বর্তমানে বাসস্থান, রাস্তা-ঘাট, গণপরিবহণে নারীরা যৌন নিপীড়ন, ধর্র্ষণ, দলবদ্ধ ধর্ষণ ও হত্যাসহ নৃশংস নির্যাতনের শিকার হচ্ছে। এরূপ পরিস্থিতিতে বাংলাদেশ মহিলা পরিষদ নারী ও কন্যার নিরাপত্তার বিষয়ে উদ্বিগ্ন।
মাদ্রাসাছাত্রীর আত্মহত্যার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনে ব্যবস্থাগ্রহণসহ দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছে মহিলা পরিষদ।