কারমাইকেল কলেজ শিক্ষার্থীর বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

১৭ জুলাই ২০২১, ০৯:৩০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শ্রীসাগর মহন্তের বিরুদ্ধে। এ ঘটনার পর সাঁড়াশি অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৪) বিকেলে রংপুর সদর উপজেলার হরিদেবপুরে এই ঘটনা ঘটে। বর্তমান শিশুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা গেছে,ঘটনার দিন খেলার কথা বলে মায়ের কোল থেকে ওই শিশুকে নিয়ে যায় বিশ্বনাথপুরের বাসিন্দা শ্রীসাগর মহন্ত। এরপর সাগর নিজের বাড়িতে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। প্রচণ্ড রক্ত ক্ষরণে শিশুটি জ্ঞান হারিয়ে ফেললে বাসা থেকে পালিয়ে যায় মহন্ত। একপর্যায়ে চিৎকার শুনে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পুলিশের সহায়তায় রংপুর ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শ্রীসাগর মহন্তের বিরুদ্ধে রংপুর কোতয়ালী সদর থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ধর্ষণের খবর পেয়ে শ্রীসাগর মহন্তকে গ্রেফতার করা হয়। বিকালে তাকে আদালতে পাঠানো হলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জামায়াত আমিরকে জড়িয়ে ধরে কাঁদলেন শহীদের মায়েরা
  • ৩০ জানুয়ারি ২০২৬
এসএসসি পাসেই অফিসার নেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন শেষ ৫ ফেব্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
আপন দুই ভাই বিএনপি-যুবদলের ২ নেতা আটক, অস্ত্র উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
প্রজেক্ট কোঅর্ডিনেটর নেবে বিক্রয় ডটকম, কর্মস্থল ঢাকা
  • ৩০ জানুয়ারি ২০২৬
জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসের প্রিলির প্রশ্ন সমাধান দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬