ব্রাহ্মণবাড়িয়ায় ফের ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ

১৬ জুলাই ২০২১, ০৬:৫৬ PM
ব্রাহ্মণবাড়িয়ায় ফের ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় ফের ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ © সংগৃহীত

ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ নিয়ে বাকবিতণ্ডার জেরে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত পাঁচ জন। বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের খেওয়াই গ্রামে এ ঘটনা ঘটে।

মাছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আহতরা হলেন- একই গ্রামের মিনার মিয়া, মো. আলম, রবিউল, জালাল মুন্সি ও ফুরকান মুন্সি। এদের মধ্যে মিনারকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আল আমিনুল জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কোপা আমেরিকায় ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচ নিয়ে খেওয়াই গ্রামের সর্দার বাড়ির শিপন ও মুন্সিবাড়ির হৃদয়ের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

তিনি বলেন, হৃদয় আর্জেন্টিনা ও শিপন ব্রাজিলের সমর্থক। এ ঘটনার জেরে রাত ৮টার দিকে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় কয়েকজন আহত হন। এ নিয়ে এলাকায় উত্তেজনা চলছে।

পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ার ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মারামারি, আহত ৪

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে পুলিশ পাঠিয়েছিলাম। তবে এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ এখনো পাওয়া যায়নি। পেলে ব্যবস্থা নেব।

এর আগে, গত ৭ জুলাই কোপা আমেরিকার খেলা নিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের চার জন আহত হয়েছিলেন।

পরে কোপার ফাইনাল এ ম্যাচকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে জেলা পুলিশ। ফলে ফাইনালের দিন এ জেলায় কোনও অঘটন ঘটেনি।

এনসিপি তার ইশতেহার বাস্তবায়নে জন্য বদ্ধ পরিকর থাকবে : নাহি…
  • ৩০ জানুয়ারি ২০২৬
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে কুবি ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি
  • ৩০ জানুয়ারি ২০২৬
নির্বাচনে মাঠ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি হান্নান মাসউদের
  • ৩০ জানুয়ারি ২০২৬
৩০০ নেতাকর্মীসহ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মাহাবুব মাস্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
চলতি সপ্তাহে একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ৩০ জানুয়ারি ২০২৬