স্কুলছাত্রীকে বিয়ে করতে এসে বরসহ তিনজনের কারাদণ্ড

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম এই সাজা দেন
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম এই সাজা দেন  © প্রতীকী ছবি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়ার ছুড়ামনি এলাকায় অষ্টম শ্রেণির (১৪) এক স্কুলছাত্রীকে বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা করায় বর, বরের পিতা ও কনের পিতাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৫ জুন) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম এই সাজা দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, বাঁশখালী বাহারছড়া ইলশা গ্রামের বাসিন্দা মো. নুরুন্নবীর ছেলে বর মো. মজিবুর রহমান (২৮), বরের পিতা নুরুন্নবী ও কনের পিতা চুড়ামনির ইয়াকুব মিয়ার ছেলে আলী আহমদ।

এওচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মানিক বলেন, শুক্রবার সন্ধ্যায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বাল্যবিবাহ দেয়ার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। পরে দ্রুত ইউএনও পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্যবিবাহ বন্ধ করেন।

তিনি আরও বলেন, বাল্যবিবাহের অভিযোগ প্রমাণিত হওয়ায় বরসহ তিনজনকে সাজা দেন। এই বাল্যবিবাহ বন্ধ হওয়ার পাশাপাশি বরের সাজা হওয়ায় অন্য অভিভাবকেরা সচেতন হবেন বলে তিনি জানান।


সর্বশেষ সংবাদ