এপ্রিলে দেশে ১৩৭ ধর্ষণ, আত্মহত্যা করেছেন ৬৯ নারী

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের লোগো
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের লোগো  © ফাইল ফটো

মহামারি করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের মধ্যেও গত এপ্রিল মাসে দেশে ৩৭১টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে, যার মধ্যে ধর্ষণের ঘটনা ১৩৭টি। আর ৩১টি দলবদ্ধ ধর্ষণ। এ ছাড়া প্রতিবন্ধী শিশু ও কিশোরী ধর্ষণের শিকার হয়েছে ৯ জন। এই তথ্য মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ)।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এসব তথ্য জানায়।

এমএসএফ নিজেদের সূত্র থেকে এবং বিভিন্ন গণমাধ্যম থেকে এসব তথ্য সংগ্রহ করেছে। সংস্থাটি বলছে, করোনা মহামারির মধ্যেও দেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা যেমন ধর্ষণ, হত্যা ও পারিবারিক নির্যাতনের ঘটনার বেড়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ষণের শিকার ১৩৭ জনের মধ্যে ৭৬ জন শিশু ও কিশোরী। এপ্রিলে ধর্ষণের চেষ্টা হয়েছে ১৫টি। যৌন হয়রানি ২২টি ও শারীরিক নির্যাতনের ২৯টি ঘটনা ঘটেছে। এ সময়ে অ্যাসিড নিক্ষেপে আক্রান্ত হয়েছেন দুই নারী। এ ছাড়া ৩২ জন কিশোরীসহ মোট ৬৯ জন নারী আত্মহত্যা করেছেন। আর অপহরণের শিকার হয়েছে তিন শিশু, চার কিশোরী ও দুই নারী। অপর দিকে ১১ শিশু নিখোঁজ রয়েছে। এ ছাড়া এপ্রিল মাসে ৭৫ জন নারী ও শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।


সর্বশেষ সংবাদ