কিশোরী ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেফতার

২৭ এপ্রিল ২০২১, ১০:৫০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

যশোরের এক কিশোরীকে (১১) ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেছেন। মঙ্গলবার (২৭ এপ্রিল) ভোর রাতে যশোর সদর উপজেলার বিজয়নগর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো বিজয়নগর গ্রামের সমর ঘোষের ছেলে অনুপম কুমার ঘোষ (২০) ও প্রতাপ ঘোষের ছেলে অর্নব কুমার ঘোষ (১৪)।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ বিকেল সোয়া চারটার দিকে অনুপম ও অর্ণব ওই কিশোরীকে ডেকে বিজয়নগর গ্রামের দোলন ঘোষের ফাঁকা বাড়িতে নিয়ে যায়। সেখানে তারা ওই শিশুকে ধর্ষণ করে। ভয়ভীতি দেখানোর কারণে মেয়েটি ওই বিষয়ে কাউকে কিছু জানায়নি। সর্বশেষ গত ২৫ এপ্রিল সকাল সোয়া ১১টার দিকে অনুপম ওই কিশোরীকে ডেকে আবারো ওই ফাঁকা বাড়িতে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। এসময় মেয়েটি নিজেকে ছাড়িয়ে পালিয়ে আসে এবং মায়ের কাছে সবকিছু জানায়। ঘটনা শুনে ওই কিশোরীর মা কোতয়ালী থানায় মামলা করেন।

কেতয়ালী থানার ইনসপেক্টর (তদন্ত) শেখ তাসমিম আলম বলেন, মামলার পাওয়ার পর অভিযান চালিয়ে ধর্ষণের অভিযোগে অনুপম ও অর্ণব নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া নির্যাতিত শিশুর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এরপর দুপুরে তাকে আদালতে উপস্থাপন করা হলে বিচারক তার জবানবন্দি রেকর্ড করেন।

এনসিপি তার ইশতেহার বাস্তবায়নে বদ্ধ পরিকর থাকবে : নাহিদ ইসল…
  • ৩০ জানুয়ারি ২০২৬
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে কুবি ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি
  • ৩০ জানুয়ারি ২০২৬
নির্বাচনে মাঠ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি হান্নান মাসউদের
  • ৩০ জানুয়ারি ২০২৬
৩০০ নেতাকর্মীসহ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মাহাবুব মাস্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
চলতি সপ্তাহে একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ৩০ জানুয়ারি ২০২৬