কলেজছাত্রীকে ধর্ষণের পর হুমকি, বোন-ভগ্নিপতির বিরুদ্ধে মামলা

৩০ মার্চ ২০২১, ০৯:৩০ PM
ধর্ষণের পর হুমকি দেওয়ার অভিযোগে বোন-ভগ্নিপতির বিরুদ্ধে মামলা করেছেন এক কলেজছাত্রী

ধর্ষণের পর হুমকি দেওয়ার অভিযোগে বোন-ভগ্নিপতির বিরুদ্ধে মামলা করেছেন এক কলেজছাত্রী © প্রতীকী ছবি

চট্টগ্রামে এক কলেজছাত্রীকে ধর্ষণের পর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ওই ছাত্রীর অভিযোগ- বোনের সহায়তায় তার ভগ্নিপতি তাকে ধর্ষণ করেছেন। এ ঘটনায় সন্দীপ থানায় মামলা দায়ের করেছেন তিনি।

আসামিরা হলেন- ভগ্নিপতি আতিকুর রহমান আজাদ প্রকাশ ফরহাদ, তার বোন কাজী কামরুন্নাহার এবং গর্ভপাত ঘটানো এভার গ্রীন হেলথ সেন্টারের পরিচালক।

এজহারে বলা হয়েছে- হালিশহর চুনা ফ্যাক্টরির মোড়ে পাটোয়ারী ভবনে তার বোনের ভাড়া বাসায় এবং স্বন্দ্বীপের বাড়িতে ওই ছাত্রীকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন ভগ্নিপতি আতিকুর রহমান। এ ঘটনা কাউকে বলতে নিষেধও করে তাকে হুমকিও দেন। আতিকুর ধর্ষণের ঘটনা ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে আরও কয়েকবার ধর্ষণ করেন। এতে অন্তসত্বা হয়ে পড়লে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে গর্ভপাত ঘটানো হয় তার।

এ বিষয়ে সন্দ্বীপ থানার ওসি মো. বশির আহম্মেদ খান গণমাধ্যমকে জানান, ভগ্নিপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে এক কলেজছাত্রী ভগ্নিপতি, বোনসহ তিনজনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানান তিনি।

ধর্ষণের শিকার ওই ছাত্রীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

শহর বাঁচাও বুড়িগঙ্গা বাঁচবে
  • ৩০ জানুয়ারি ২০২৬
ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী বানাতে মানুষ মুখিয়ে আছে: ভ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
মহিলা কলেজের শিক্ষা সফরের বাসে ‘ওয়ান্স এগেইন শেখ হাসিনা-জয়…
  • ৩০ জানুয়ারি ২০২৬
কুবির ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার, প্রতি আসনে …
  • ৩০ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণায় ব্যক্তিগত আঘাত না করার প্রত্যাশা মির্জা…
  • ৩০ জানুয়ারি ২০২৬
মহাখালীতে সাততলা ভবনে আগুন
  • ৩০ জানুয়ারি ২০২৬