স্কুলছাত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ

২৯ মার্চ ২০২১, ০৯:১১ AM

© প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রায়পুরে অস্ত্রের ভয় দেখিয়ে ১৪ বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাসেল হোসেন মরু (৩৫) নামে এক নাপিতকে আটক করেছে পুলিশ। শনিবার (২৭ মার্চ) দিবাগত রাত এ ঘটনা ঘটে। অভিযুক্ত রাসেল এক সন্তানের জনক। সে স্থানীয় আইনুল বেপারির ছেলে ও খাসেরহাট বাজারে নাপিতের কাজ করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাতে পারিবারিক কলহের কারণে ওই কিশোরী ও তার মাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তাদের রিকশাচালক অভিভাবক। পরে নিরুপায় হয়ে তারা তাদের পার্শ্ববর্তী বাড়ির সেলুন মালিকের ভাড়া বাসায় আশ্রয় নেয়। রোববার ফজরের নামাজের সময় মেয়েটি টয়লেট সেরে ঘরে আসার সময় নাপিত মরু কিশোরীকে অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় নির্যাতিত কিশোরী ও তার মা ইউপি চেয়ারম্যানের কাছে আইনগত সহযোগিতা চান। পরে চেয়ারম্যান ওই মা ও কিশোরীকে ফাঁড়ি থানা পুলিশের কাছে গিয়ে ব্যবস্থা নিতে অনুরোধ জানান।

তবে অভিযুক্ত নাপিত রাসেল হোসেন মরু নিজেকে নির্দোষ দাবি করে বলেন, প্রভাবশালী মহল তার কাছ থেকে টাকা আদায়ের জন্য মিথ্যা ধর্ষণ মামলা সাজিয়ে হয়রানি করছে।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করে রায়পুর হাজিমারা ফাঁড়ি থানার ইনচার্জ পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইউসুফ আলি বলেন, ধর্ষণের ঘটনাটি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এনসিপি তার ইশতেহার বাস্তবায়নে বদ্ধ পরিকর থাকবে : নাহিদ ইসল…
  • ৩০ জানুয়ারি ২০২৬
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে কুবি ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি
  • ৩০ জানুয়ারি ২০২৬
নির্বাচনে মাঠ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি হান্নান মাসউদের
  • ৩০ জানুয়ারি ২০২৬
৩০০ নেতাকর্মীসহ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মাহাবুব মাস্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
চলতি সপ্তাহে একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ৩০ জানুয়ারি ২০২৬