ধর্ষণের পর ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ ছাত্রলীগ নেতার ‍বিরুদ্ধে

০৭ মার্চ ২০২১, ১০:২৬ PM
মো. আরিফুর রহমান রাসেল

মো. আরিফুর রহমান রাসেল © ফাইল ফটো

চট্টগ্রামে ধর্ষণের পর এক গৃহবধূকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অবিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। এই ঘটনায় ওই ছাত্রলীগ নেতা, ৬ পুলিশ সদস্যসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী নারী।

রবিবার (৭ মার্চ) দুপুরে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সারের আদালতে এ মামলা দায়ের করেন এক নারী। অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম মো. আরিফুর রহমান রাসেল (৩২)। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সভাপতি।

মামলার অন্য আসামীরা হলেন, হাটহাজারী থানার সেকেন্ড অফিসার এসআই মুকিব হাসান, এসআই মো. সেলিম মিয়া, এসআই কফিল উদ্দীন, কনস্টেবল মো. পারভেজ, কনস্টেবল মো. সাইফুল, নারী কনস্টেবল বৈশাখী রহমান, পুলিশের সোর্স মো. রিংকু সুলতান (২৫), মো. হেলাল উদ্দীন ও মো. হেলাল (৩৫)।

মামলা সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে বিরোধ, পারিবারিক অশান্তি ও সন্তানদের সঙ্গে দেখা করার সুযোগ না পেয়ে প্রতিকারের আশায় হাটহাজারী উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুর রহমান রাসেলের শরণাপন্ন হন ভুক্তভোগী নারী। রাসেল বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেন। পরে উপজেলা সদরের একটি গেস্ট হাউসে নিয়ে ধর্ষণের পর পুলিশের মাধ্যমে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেন তাকে। সেই মামলায় পাঁচ মাস কারাগারে ছিলেন ওই নারী। এ ঘটনায় কারাগার থেকে মুক্তি পেয়ে আজ (রবিবার) আদালতে মামলা দায়ের করেন তিনি।

কুবির ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার, প্রতি আসনে …
  • ৩০ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণায় ব্যক্তিগত আঘাত না করার প্রত্যাশা মির্জা…
  • ৩০ জানুয়ারি ২০২৬
মহাখালীতে সাততলা ভবনে আগুন
  • ৩০ জানুয়ারি ২০২৬
ইশতেহার দিয়ে বাস্তবায়ন না করতে পারার সংস্কৃতিতে ঢুকবে না …
  • ৩০ জানুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন ছাত্রদল নেতা বিদ্যুৎ চন্দ্র
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপি তার ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর থাকবে
  • ৩০ জানুয়ারি ২০২৬