নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন গ্রেফতার

০২ জানুয়ারি ২০২১, ০৮:১৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

নবম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে এক মুয়াজ্জিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী নাভানা সিটি এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত ধর্ষকের নাম রফিকুল ইসলাম ওরফে রবিনকে (২৮)। শুক্রবার (১ জানুয়ারি) দিবাগত রাত ২টায় শিমরাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত রবিন নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মহজমপুর এলাকার সোহরাব মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই ছাত্রী রাজধানীর ডেমরায় শুকুরশি এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করেন। পারিবারিক পরিচয়ের সূত্র ধরে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন রবিন। রাজি না হওয়ায় গত ৩০ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যায় বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে নাভানা সিটি এলাকায় এম এম টাওয়ারের পশ্চিম পাশে নিয়ে ধর্ষণ করে রবিন। ঘটনার দুদিন পর শুক্রবার ভুক্তভোগী ছাত্রী তার মাদ্রাসার এক শিক্ষিকাকে ঘটনাটি জানালে মাদ্রাসা শিক্ষিকা ভুক্তভোগীর পরিবারকে অবহিত করে। পরে ওই ছাত্রীর পরিবার সিদ্ধিরঞ্জ থানায় এসে মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত রবিনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

কুবির ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার, প্রতি আসনে …
  • ৩০ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণায় ব্যক্তিগত আঘাত না করার প্রত্যাশা মির্জা…
  • ৩০ জানুয়ারি ২০২৬
মহাখালীতে সাততলা ভবনে আগুন
  • ৩০ জানুয়ারি ২০২৬
ইশতেহার দিয়ে বাস্তবায়ন না করতে পারার সংস্কৃতিতে ঢুকবে না …
  • ৩০ জানুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন ছাত্রদল নেতা বিদ্যুৎ চন্দ্র
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপি তার ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর থাকবে
  • ৩০ জানুয়ারি ২০২৬