ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম, যুবলীগ নেতার কারাদণ্ড

০২ ডিসেম্বর ২০২০, ০৯:৪৬ AM
লোগো

লোগো

বরিশালের বানারীপাড়ায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদারকে কুপিয়ে জখম করার মামলায় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রুম্মানকে ৫ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার বরিশালের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ আমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাস কারাদন্ডে আদেশ দেয়া হয়েছে।

দন্ডপ্রাপ্ত মাইনুল ইসলাম রুম্মান বেপারী উপজেলার উত্তর কুল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় মাইনুল ইসলাম রুম্মান বেপারী আদালতে অনুপস্থিত ছিল।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২৬ আগষ্ট বানারীপাড়ার বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোক দিবসের দোয়া মিলাদ শেষে তবারক বিতরণের সময় ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের মধ্যে বিরোধ দেখা দেয়।

ওই বিরোধের জের ধরে যুবলীগ নেতা মাইনুল ইসলাম রুম্মান বেপারী ছাত্রলীগ নেতা ফোরকান আলী হাওলাদারকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। হামলায় তার একটি হাতও ভেঙে যায়। এ ঘটনায় ২০১৮ সালের ২৭ আগষ্ট বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন ছাত্রলীগ নেতা ফোরকান আলী হাওলাদারের পিতা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাইশারী ইউপির সাবেক চেয়ারম্যান তাজেম আলী হাওলাদার।

২০১৯ সালের ২৬ জানুয়ারী মামলার তদন্তকারী কর্মকর্তা বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) হেমায়েত উদ্দিন খান আদালতে চার্জশীট জমা দেন। আদালত ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ওই রায় ঘোষণা করেন।

বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, প্রতিবাদে বিক্ষোভের ডাক ডা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
কারিগরি শিক্ষায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ড. …
  • ২৮ জানুয়ারি ২০২৬
স্বাধীনতাবিরোধী দল ধোঁকা দিয়ে ভোট নিয়ে উন্নয়নকে ব্যাহত করছ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ফিলিপ সি. জেসাপ আন্তর্জাতিক মুট কোর্টে টানা দ্বিতীয়বার সেরা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভাতা নয়, কর্মসংস্থানই যুবসমাজের প্রকৃত মুক্তি: ড. ব্যারিস্ট…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভয়ভীতি ও সন্ত্রাস দিয়ে দাড়িপাল্লার বিজয় ঠেকানো যাবে না: প্র…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage