স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় বিজিবি সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

২১ নভেম্বর ২০২০, ০৭:৫০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

নীলফামারীর সৈয়দপুরে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় বিজিবির এক সদস্যসহ ৬ জনকে আসামি করে থানায় মামলা কাে হয়ে হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) রাত ২টায় বাদী হয়ে মামলাটি করেন নির্যাতনের শিকার স্কুলছাত্রীর মা মোকসুদা বেগম।

মামলার আসামিরা হলেন, বিজিবি সদস্য আকতারুজ্জামান, শামসুর রহমান, রশিদুল ইসলাম, সিয়াম, হাবিব ও জাহাঙ্গীর আলম।

মামলায় সূত্রে জানা গেছে, গত ৯ নভেম্বর বিকেলে আকতারুজ্জামান বাড়িতে একা পেয়ে ওই স্কুলছাত্রীকে ফুসলিয়ে মোটরসাইকেলে শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত সাজেদা ক্লিনিকে নিয়ে যান। সেখানে বিজিবি সদস্যসহ আরও কয়েকজন ওই স্কুলছাত্রীকে গণধর্ষণ করেন। পরদিন ১০ নভেম্বর আকতারুজ্জামান স্কুলছাত্রীকে বাড়িতে পৌঁছে দেন। পরে ওই স্কুলছাত্রী অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে নীলফামারী আধুনিক সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বর্তমানে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন ওই ছাত্রী।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আইইএলটিএস-জিআরই পরীক্ষায় অংশগ্রহণে সহজ শর্তে ঋণ দিতে চায় এন…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন জামায়াত আমির
  • ৩০ জানুয়ারি ২০২৬
দায়িত্ব পেলে চাঁদাবাজদের ঘুম হারাম করে দেব: হাসনাত আবদুল্লাহ
  • ৩০ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিন : তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
এআই-ভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলায় জিএসআইএমএএলের যাত্রা শুরু
  • ৩০ জানুয়ারি ২০২৬
তরুণদের জন্য এক কোটি সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করতে চায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬