৬ বছরের শিশুকে গণধর্ষণের পর বের করে নেওয়া হল ফুসফুস

১৭ নভেম্বর ২০২০, ১২:২৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ভারতের কানপুরে ৬ বছরের শিশুকে গণধর্ষণের পর হত্যা করে ফুসফুস বের করে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই ঘটনা ওই শিশুকে কুসংস্কারের বলি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। গত রবিবার কানপুরে একটি বনাঞ্চল থেকে উদ্ধার করা হল ৬ বছরের এক বালিকার মৃতদেহ। গণধর্ষণ করে খুন করা হয়েছে ওই বালিকাকে। তাঁর ফুসফুস বাইরে বের করে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দেশটির গণমাধ্যম সূত্রের খবর, স্ত্রীর সন্তানধারণের জন্য দরকার একটি শিশুর ফুসফুস। এমনই নারকীয় কুসংষ্কার থেকে অপহরণের ছক কষেছিল পরশুরাম কুরিল নামে এক ব্যক্তি।

গত দিওয়ালির রাত ঘাতমপুর এলাকা থেকে নিখোঁজ হয়ে যায় ওই বালিকা। এএসপি (গ্রামীণ) ব্রজেশ শ্রীবাস্তব জানিয়েছেন, অঙ্কুল কুরিল (২০) ও বীরন (৩১) নামে দুই আততায়ীকে রবিবার গ্রেফতার করেছে পুলিশ। তাঁরা জানিয়েছে, ফুসফুস দেহ থেকে বের করে নেওয়ার পর তা তাঁরা মূল ষড়যন্ত্রকারী পরশুরাম কুরিলের হাতে কালা যাদুর জন্য তুলে দেয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে পরশুরাম জানায়, দিওয়ালির রাতে ঘাতমপুর এলাকা থেকে ওই শিশুটিকে অপহরণ করে অঙ্কুল কুরিল (২০) ও বীরন (৩১) নামে দুজন। জঙ্গলে নিয়ে গিয়ে তারা শিশুটিকে গণধর্ষণ করে। প্রথমে অনকূল ও বীরেনকে গ্রেফতার করে পুলিশ। পরে সোমবার মূলচক্রী পরশুরামকে গ্রেফতার করা হয়। তাদের দাবি, ফুসফুস দেহ থেকে বের করে নেওয়ার পর তা তাঁরা মূল ষড়যন্ত্রকারী পরশুরাম কুরিলের হাতে তুলে দেয়া হয়েছিল। এদিকে সব জেনেও চুপ করে ছিলেন এই অভিযোগে আটক করা হয়েছে পরশুরামের স্ত্রীকেও।

‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬
নিজ বাসা থেকে রাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাটারি ও মোবাইল উৎপাদনে শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে: …
  • ৩০ জানুয়ারি ২০২৬
আমাদের শহীদ ও গুম হওয়া বন্ধুরা এই বাংলাদেশই দেখতে চেয়েছে: ফ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্…
  • ৩০ জানুয়ারি ২০২৬