দ্বারে দ্বারে ঘুরেও মেয়ের ধর্ষণের বিচার পাননি, অবশেষে অনশনে মা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ নভেম্বর ২০২০, ০৯:১৮ AM , আপডেট: ০৯ নভেম্বর ২০২০, ০৯:১৮ AM
গাজীপুরের শ্রীপুরে পঞ্চম শ্রেণি পড়ুয়া কিশোরী মেয়েকে ধর্ষণের ঘটনায় মানুষের দ্বারে দ্বারে ঘুরে বিচার পাননি মা। উল্টো হুমকির মুখে মেয়েকে নিয়ে দিন পার করছিলেন তিনি। থানায় গিয়েও মামলা করতে পারেননি। অবশেষে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মেয়ের ধর্ষণের বিচার চেয়েছেন ওই মা।
রবিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় শ্রীপুর উপজেলা প্রশাসনের প্রধান ফটকে ফেস্টুন লিখে ওই মা তার কিশোরী মেয়েকে ধর্ষণের বিচারের দাবিতে অনশন শুরু করেন।
জানা গেছে, গত মাসের ১০ তারিখ তিনি ব্যক্তিগত কাজে ঢাকায় চলে যান। এই সুযোগে পরদিন তার পঞ্চম শ্রেণি পড়ূয়া মেয়েকে পাশের বাড়ির রফিকুল ইসলাম ধর্ষণের চেষ্টা চালায়; কিন্তু সেদিন মেয়ের চিৎকারে ব্যর্থ হয়ে রফিক ফিরে যায়। পরদিন ১২ অক্টোবর সন্ধ্যায় মেয়েকে আবারও তার বাড়িতে নিয়ে ধর্ষণ করে রফিক। ওই ঘটনা কাউকে না বলার জন্য হুমকিও দেয় সে।
ওই মা আরও জানান, পরে ঢাকা থেকে তিনি বাড়িতে ফিরে এলে মেয়ের কাছে বিস্তারিত শুনে স্থানীয়দের জানান। এক পর্যায়ে থানায় গিয়ে এজাহারও দায়ের করেন; কিন্তু পুলিশ মামলা নেয়নি। ঘটনার ২৬ দিন পর মেয়ে ধর্ষণের বিচারের প্রত্যাশায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে তিনি অনশনে নামেন।
শ্রীপুর থানার ওসি খোন্দকার মো. ইমাম হোসেন বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে তার কাছে একজন পুলিশ কর্মকর্তা পাঠানো হয়। তিনি থানায় আসেন এবং বিকেলেই মামলাটি রেকর্ড করা হয়।