ঢাবি ছাত্রী ধর্ষণ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, ১২ নভেম্বর যুক্তিতর্ক

০৫ নভেম্বর ২০২০, ০৪:০৮ PM
ঢাবি শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামি মজনু

ঢাবি শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামি মজনু © ফাইল ফটো

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ধর্ষণ ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তা আবু সিদ্দিকসহ তিন জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম মোসা. কামরুন্নাহারের আদালতে এ সাক্ষ্য দেন।

মামলার অপর দুই সাক্ষী হলেন– পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান ও সুবেদার শওকত আলী। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ইলিয়াস মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় মোট ২০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এসময় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ১২ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেন।

এর আগে গত ২৬ আগস্ট ঢাকার নারী ও শিশু ট্রাইব্যুনাল-৭-এর আদালত অভিযোগ গঠন করেন। গত ১৬ আগস্ট বিচারক মামলার অভিযোগপত্র গ্রহণ করেন।

গত ১৬ মার্চ মজনুকে একমাত্র আসামি করে ঢাকা মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ পরিদর্শক আবু সিদ্দিক অভিযোগপত্র দাখিল করেন। মামলার অভিযোগপত্রে ১৬ জনকে সাক্ষী করা হয়েছে।

গত ৯ জানুয়ারি ধর্ষণের ঘটনায় গ্রেফতার আসামি মজনুকে সাত দিনের রিমান্ডে পাঠান আদালত। রিমান্ড শেষে গত ১৬ জানুয়ারি আদালতে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয় সে। জবানবন্দি শেষে তাকে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে মজনু কারাগারে রয়েছে।

ব্যাটারি শিল্প ও মোবাইল উৎপাদনে শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
আমাদের শহীদ ও গুম হওয়া বন্ধুরা এই বাংলাদেশই দেখতে চেয়েছে: ফ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাজেশনের নামে ভাইবার আগে টাকা আদায়ের অভিযোগ
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য য…
  • ৩০ জানুয়ারি ২০২৬
শীত নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
  • ৩০ জানুয়ারি ২০২৬