সাইকেলে ঘুরানোর কথা বলে ৪ বছরের শিশুকে ধর্ষণ

১৩ অক্টোবর ২০২০, ০৯:২০ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

সাইকেলে ঘুরানোর কথা বলে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার মান্দ্রা গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় সিয়াম (১৫) নামে এক মাদরাসা ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় টঙ্গিবাড়ী থানা পুলিশ তাকে গ্রেফতার করে। টঙ্গিবাড়ী থানার ডিউটি অফিসার এস আই রিয়াজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। সিয়াম উপজেলার পাঁচগাও মান্দ্রা এলাকার বাসিন্দা।

স্থানীয় ও শিশুটির মা জানায়, ঘটনার দিন শনিবার দুপুরে ভাইয়ের সঙ্গে বাড়ির পাশে খেলছিল তার মেয়ে। এসময় সিয়াম সাইকেল নিয়ে এলে তার ছেলে সাইকেলে চড়ার জন্য আবদার করে। সিয়াম প্রথমে সাইকেলে ঘুরানোর কথা বলে তার মেয়েকে পাশের একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। পরে রক্তক্ষরণ হলে তাকে ঘটনাস্থল থেকে নিয়ে সড়কের ওপর ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে তাদের খবর দেয়। লোকলজ্জার ভয়ে পরিবারের লোকজন শিশুটিকে বাড়িতে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। কিন্ত অবস্থা খারাপ হওয়ায় সোমবার সকালে শিশুটিকে প্রথমে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর দেখে চিকিৎসকরা তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত অপ্রাপ্ত বয়স্ক। তাকে মঙ্গলবার (১৩ অক্টোবর) আদালতে নেওয়া হবে।

জামায়াত নেতা হত্যায় মামলা, প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬